1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়স নয়, অভিনয়টাই বড়

১২ জানুয়ারি ২০১৩

অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য যারা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে আছেন ৮৫ বছরের রিভা ও ন’বছরের ওয়ালিস৷ যা এর চাইতে বেশি বা কম বয়সের কোনো অভিনেত্রী পাননি৷

https://p.dw.com/p/17Ir7
NEW YORK, NY - JANUARY 08: Actress Quvenzhane Wallis attends the 2013 National Board Of Review Awards Gala at Cipriani 42nd Street on January 8, 2013 in New York City. (Photo by Stephen Lovekin/Getty Images)
ছবি: Getty Images

কুভেনঝানে ওয়ালিসের অভিনীত ছবিটির নাম ‘বিস্টস অফ দ্য সাদার্ন ওয়াইল্ড'৷ ওয়ালিস অভিনয় করেছেন হাশপাপি'র ভূমিকায়৷ দক্ষিণ লুইজিয়ানার বাইয়ু ইন্ডিয়ান সম্প্রদায়ের ছ'বছরের মেয়ে হাশপাপি৷ পারিবারিক সমস্যা ছাড়াও, হাশপাপি'কে যুঝতে হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সঙ্গে৷

ARCHIV/HANDOUT - Der französische Filmschauspielerin Emmanuelle Riva in einer Szene aus dem Film "Liebe" («Amour», «Love»). Die Goldene Palme des Filmfestivals in Cannes geht in diesem Jahr an den österreichischen Regisseur Michael Haneke für sein Drama «Liebe». Das gab die Jury am Sonntagabend (27.05.2012) zum Abschluss der 65. Festspiele in der Stadt in Südfrankreich bekannt. Das Internationale Festival Cannes gilt als das wichtigste Filmfest der Welt. EPA/CANNES FILM FESTIVAL HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++ ACHTUNG: NUR ZUR BERICHTERSTATTUNG ÜBER DEN FILM VERWENDEN
এমানুয়েল রিভাছবি: picture-alliance/dpa

কুভেনঝানে যখন ছবিটির অডিশনের জন্য যায়, তখন তার বয়স ছিল মাত্র পাঁচ৷ অথচ খোঁজ করা হচ্ছিল একটি ছ'বছরের মেয়ের৷ কুছ পরোয়া নেই: স্রেফ বয়স ভাঁড়িয়ে রোলটি পায় কুভেনঝানে৷ তা'তে প্রযোজক-পরিচালকের অবশ্য আজ কোনো আপত্তি নেই৷ পরিচালক বেন জাইটলিন নাকি কুভেনঝানে'কে অডিশন করার সময়েই বুঝতে পারেন, তিনি এই মেয়েটিকেই খুঁজছিলেন - এবং সেই অনুযায়ী চিত্রনাট্যের রদবদল করে নেন৷ তাছাড়া সোয়াহিলি ভাষায় ‘‘ঝানে'' শব্দটির অর্থ নাকি ‘পরী', কুভেনঝানে নিজেই বলেছে৷ পরীদের আবার কোনো বয়স হয় নাকি?

প্রাচীনা নয়, প্রবীণা

শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবেঅস্কারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রিয়ান চিত্রপরিচালক মিশায়েল হানেকে'র ‘আমুর' ছবির অভিনেত্রী এমানুয়েল রিভা, যিনি জাতিতে ফরাসি৷ ৮৫ বছর বয়সি রিভা অভিনয় করেছেন আনা'র ভূমিকায়৷ আনা একজন সংগীত শিক্ষিকা, একটি স্ট্রোক হওয়ার পর যিনি অথর্ব হয়ে পড়েছেন৷ প্রেম এবং বার্ধক্য সংক্রান্ত একটি ফরাসি ছবিটি শ্রেষ্ঠ বিদেশি ছবি সহ পাঁচটি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছে৷

নয়তো প্রাক-অস্কার কানাঘুষোয় এবার ড্যানিয়েল ডে-লিউয়িস অভিনীত এবং স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘‘লিংকন'' বাজার মাত করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ বারে বার মনোনীত হয়েছে এই ছবিটি৷ তার পরেই আছে ইয়ান মার্টেলের সুবিখ্যাত উপন্যাসটির উপরে ভিত্তি করে থ্রি-ডি ছবি ‘লাইফ অফ পাই'৷ এই ছবিটি মনোনীত হয়েছে ১১ বার৷

এসি / এআই ( রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য