বয়স নয়, অভিনয়টাই বড়
১২ জানুয়ারি ২০১৩কুভেনঝানে ওয়ালিসের অভিনীত ছবিটির নাম ‘বিস্টস অফ দ্য সাদার্ন ওয়াইল্ড'৷ ওয়ালিস অভিনয় করেছেন হাশপাপি'র ভূমিকায়৷ দক্ষিণ লুইজিয়ানার বাইয়ু ইন্ডিয়ান সম্প্রদায়ের ছ'বছরের মেয়ে হাশপাপি৷ পারিবারিক সমস্যা ছাড়াও, হাশপাপি'কে যুঝতে হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সঙ্গে৷
কুভেনঝানে যখন ছবিটির অডিশনের জন্য যায়, তখন তার বয়স ছিল মাত্র পাঁচ৷ অথচ খোঁজ করা হচ্ছিল একটি ছ'বছরের মেয়ের৷ কুছ পরোয়া নেই: স্রেফ বয়স ভাঁড়িয়ে রোলটি পায় কুভেনঝানে৷ তা'তে প্রযোজক-পরিচালকের অবশ্য আজ কোনো আপত্তি নেই৷ পরিচালক বেন জাইটলিন নাকি কুভেনঝানে'কে অডিশন করার সময়েই বুঝতে পারেন, তিনি এই মেয়েটিকেই খুঁজছিলেন - এবং সেই অনুযায়ী চিত্রনাট্যের রদবদল করে নেন৷ তাছাড়া সোয়াহিলি ভাষায় ‘‘ঝানে'' শব্দটির অর্থ নাকি ‘পরী', কুভেনঝানে নিজেই বলেছে৷ পরীদের আবার কোনো বয়স হয় নাকি?
প্রাচীনা নয়, প্রবীণা
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবেঅস্কারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রিয়ান চিত্রপরিচালক মিশায়েল হানেকে'র ‘আমুর' ছবির অভিনেত্রী এমানুয়েল রিভা, যিনি জাতিতে ফরাসি৷ ৮৫ বছর বয়সি রিভা অভিনয় করেছেন আনা'র ভূমিকায়৷ আনা একজন সংগীত শিক্ষিকা, একটি স্ট্রোক হওয়ার পর যিনি অথর্ব হয়ে পড়েছেন৷ প্রেম এবং বার্ধক্য সংক্রান্ত একটি ফরাসি ছবিটি শ্রেষ্ঠ বিদেশি ছবি সহ পাঁচটি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছে৷
নয়তো প্রাক-অস্কার কানাঘুষোয় এবার ড্যানিয়েল ডে-লিউয়িস অভিনীত এবং স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘‘লিংকন'' বাজার মাত করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ বারে বার মনোনীত হয়েছে এই ছবিটি৷ তার পরেই আছে ইয়ান মার্টেলের সুবিখ্যাত উপন্যাসটির উপরে ভিত্তি করে থ্রি-ডি ছবি ‘লাইফ অফ পাই'৷ এই ছবিটি মনোনীত হয়েছে ১১ বার৷
এসি / এআই ( রয়টার্স, ডিপিএ, এএফপি)