1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসহিষ্ণুতা বাড়ছে পশ্চিমবঙ্গে

৯ এপ্রিল ২০১৮

সব মতের প্রতি সহিষ্ণুতার কথা বলে ভারতীয় সংবিধান৷ কিন্তু উগ্রতাই হয়ে উঠেছে ভারতীয় রাজনীতির পরম উপজীব্য৷  পশ্চিমবঙ্গও এর বাইরে নেই৷ গঠনমূলক সমালোচনার বদলে সোশ্যাল মিডিয়ায় হিংসা, ঘৃণাই হয়ে উঠেছে বিরোধীকে ঘায়েল করার অস্ত্র৷ 

https://p.dw.com/p/2vi2I
Indien Proteste Not In My Name
ছবি: Getty Images/AFP/C. Khanna

সম্প্রতি রানিগঞ্জ-আসানসোল কাণ্ডে উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম৷ নেটদুনিয়ার দরবারে এবার শুধু তাঁকে নয়, তাঁর মেয়েকেও পড়তে হলো হুমকির মুখে৷ এর কয়েকদিন আগে আসানসোলের নূরানি মসজিদের ইমাম ইমদাদ উল্লাহ রশিদিকে নিয়ে গান বেঁধেছিলেন কবীর সুমন৷ সেই গানের শুরুতে তিনি বলেছিলেন, গানটির জন্য তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক হতে পারে৷ ভাইয়ে ভাইয়ে দাঙ্গার রাজনীতি যে অন্যখাতে বইতে শুরু করেছে এবার তা স্পষ্ট৷ এর আগে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল প্রকাশ্যে কটুক্তির রাজনীতি৷ সে তালিকায় বাম জমানার অনিল বসু থেকে শুরু করে হাল আমলের তাপস পাল, অনুব্রত মন্ডল সকলেই আছেন৷ আবার কারণে-অকারণে সোশ্যাল মিডিয়া নামক প্রকাশ্য স্থানে চলছে খুন জখমের হুমকি৷ বোঝাই যাচ্ছে, এবার শুরু হয়েছে হুমকির রাজনীতি৷ এইভাবে চলতে থাকলে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলার রাজনীতি?

রামনবমী পালনকে কেন্দ্র করে ফের সেই প্রশ্ন ঘুরেফিরে এলো৷ সর্বমতের সমন্বয় যেখানে মূল মন্ত্র, তার জায়গায় ঘাঁটি গাড়ছে উগ্র কট্টরপন্থা৷ প্রশ্ন উঠছে, শুধুই কি উগ্র কট্টরপন্থা? নাকি রাজনীতি থেকে সমাজ বা সোশ্যাল মিডিয়া জীবনের সব স্তরেই ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে অসহিষ্ণুতার ভাইরাস?    

হিন্দু ও মুসলিম মৌলবাদ হাত ধরাধারি করে এগোচ্ছে ভারতীয় উপমহাদেশে, একে অপরকে পুষ্ট করছে৷ এসবই প্রমাণ করে পারস্পরিক অবিশ্বাস, অনাস্থা ক্রমশ আমাদের ভেতর জাঁকিয়ে বসছে৷ এটাই আসলে হিংসা আর উগ্রতার উৎস৷ রাজনীতি একেই অবলম্বন করছে, কখনও তার জন্ম দিচ্ছে ভোটের স্বার্থে৷

তাঁর মেয়েকে হত্যার হুমকির কথা বলার জন্য ডয়চে ভেলে বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করেছিল৷ কিন্তু এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি৷

কবীর সুমন

তৃণমূলের নির্বেদ রায়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে, তিনি জানালেন, সোশ্যাল মিডিয়ার এ ধরনের কোনো ব্যাপারকে গুরুত্ব দেওয়া উচিত নয়৷ তিনি ডয়চে ভেলেকে বললেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়াকে সমর্থন করতে পারি না৷ যে কেউ যা খুশি বলতেই পারেন৷ তাছাড়া পরিস্থিতির আগে বা পরে, কোন প্রসঙ্গে কিছুই বিচার করা যাচ্ছে না৷ গোটা ঘটনাটা একতরফা হয়ে যাচ্ছে৷ তাই আমার মনে হয়, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া টিভি বা খবরের কাগজের মতো পাবলিক মিডিয়ায় দিতে পারতেন!''

কবীর সুমনও একই কথা মনে করেন৷ তাঁর মতে, অধিকাংশ ভুয়া পরিচয় ব্যবহার করে ফেসবুক যে বারো ভূতের রাজ্য হয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই৷ ডয়চে ভেলেকে কবীর সুমন এ ব্যাপারে নিজের অভিজ্ঞতার কথাও জানালেন৷ বাংলাদেশের ক্রিকেট দলের প্রশংসা করায় ভারতবিরোধী  ‘মোল্লা সুমনের ফাঁসি চাই' বলে ফেসবুকে তাঁর সচিত্র বিজ্ঞপ্তিও বের হয়েছে৷ তাঁর নিজের আগের ফেসবুক অ্যাকাউন্টটি ‘ভুয়া' বলে বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাছাড়া এ রাজ্যের এক বাসিন্দাকে রাজস্থানে হিন্দুত্ববাদীরা লাঙল দিয়ে মেরে ফেলা এবং পোড়ানোর বীভৎস দৃশ্যকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়েছে, সেটার কথাও উল্লেখ করেন তিনি ৷  

কিন্তু  সোশ্যাল মিডিয়ার এই পৃথিবীকে হুমকির মুখে ঠেলে দেওয়ার ক্ষমতা কত অসীম! মিয়ানমার থেকে রোহিঙ্গা নিধনে ফেসবুক যে উসকানি ও বিদ্বেষমূলক প্রচার করেছিল, সেটার অভিযোগ যেখানে খোদ ফেসবুক কর্তা স্বীকার করেছেন৷ ভুলে গেলে চলবে না এই ফেসবুক থেকেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার কাণ্ড৷

ফেসবুক যে সহিংসতা উসকে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই৷ কিন্তু অসহিষ্ণুতা কেবল ভার্চুয়াল জগতেই তো নয়, সাম্প্রতিক অতীতে উগ্রতা ও ঔদ্ধত্যের রাজনীতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে শুরু৷ এটা বললে অত্যুক্তি হয় না৷ ২০০৭ সালের লভেন্বরে ১১ মাস ঘরছাড়া হয়ে থাকার পর সিপিএম নেতা কর্মীরা নন্দীগ্রাম পুনর্দখল করেছিল৷ একে রাজ্যের নেতৃত্ব সূর্যোদয় বলে আখ্যা দিয়েছিলেন৷ সেই সময় বুদ্ধদেব বলেছিলেন ‘অপোজিশন পেইড ব্যাক ইন দ্য মেন কয়েন'৷ বিরোধীরা সমুচিত জবাব পেয়েছে তাঁদের ভাষায়৷ সে সময়ে ফেসবুকের আধিপত্য থাকলে ব্যাপারটা কোথায় দাঁড়াত, অনুমান করা যায়৷ সেই ট্র্যাডিশন বজায় রেখেছে বিজেপিও৷ তাঁদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেঁফাস, উগ্র মন্তব্যে নজিরবিহীন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রী থেকে বাংলার বিদ্বজন, এমনকী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও তিনি অপরিসীম ঔদ্ধত্যে আক্রমণ করেছেন৷ তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন, প্রতিহিংসার রাজনীতি ছড়াচ্ছে তার বাইরেও৷

তবে কবীর সুমনের মতে প্রতিহিংসার জায়গায় ব্যাপারটা যায়নি৷ তাঁর মতে, হিন্দুত্ববাদীরা যা করছে, সেটা একতরফা৷ নাৎসীরা যেমন ইহুদিদের সঙ্গে একতরফা আক্রমণ করেছেন এখানে তা-ই হচ্ছে৷ তাঁর দাবি, বাংলার রাজনীতিতে কিছু হচ্ছে না, হচ্ছে সারা ভারত জুড়ে৷ বাংলায় দু'জন ইমামের সঙ্গে যা ঘটেছে, তার পরবর্তী শান্তি ও সহাবস্থান  প্রমাণ করছে, ব্যাপারটা দাঙ্গার পর্যায়ে যায়নি৷ ইমামদের সঙ্গে এই আচরণ দাঙ্গা উসকাতে চেয়েছিল৷

তবে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে হুমকি দেওয়ার নজির খুব কম৷ মেয়েকে নিয়ে তিনিও এমন হুমকি বামফ্রন্ট আমলে পেয়েছেন বলে দাবি করলেন কবীর সুমন৷ হুমকি রাজনীতিতে অনুব্রত মণ্ডলের নাম বহুবার উঠে এসেছে৷ বীরভূম জেলা তৃণমূল সভাপতি হিসেবে সম্প্রতি তিনি বলেছেন, ‘‘বিজেপি বাজপাখি৷ পশ্চিমবঙ্গে খাবার শিকার করতে এসেছে৷ ওদের ভয় পাওয়ার কিছু নেই৷'' বীরভূমের পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যাকান্ডের সঙ্গে জড়িয়ে থাকা এই অনুব্রতের নাম জড়িয়েছিল পুলিশকে বোমা মারার মতো উক্তি দিয়ে৷ ঘটনাচক্রে তেমনই হুমকি দেওয়ার চল এবার সামাজিক মাধ্যমেও গণহারে ছড়িয়ে পড়ছে৷ রাজনৈতিক দল থেকে যে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, তার প্রমাণ অনুব্রতর বারবার এমন মন্তব্য করা৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ব্যাপারটি ‘বাবুলের ব্যক্তিগত' বলে আর দলের তরফে কোনও মন্তব্য করতে চাননি৷  নির্বেদ রায় বললেন, খুব কম নেতাই আছেন, যাঁরা উসকানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন৷ বেশিরভাগই উল্টোপাল্টা কথা বলে ফেলেন৷

কবীর সুমন মনে করেন, বাবুল সুপ্রিয়ও আসানসোল এলাকায় যা বলেছেন, সেটাও নিন্দনীয়৷ বাবুলকে আগামীদিনে সতর্ক থাকতে হবে বলেও মনে করেন তিনি৷

কিন্তু শুধু সতর্কতা কি পারবে এই হিংসা আর বিষোদগারের রাজনীতি বন্ধ করতে? ফেসবুক তো নেহাত মাধ্যম৷ আসলে আমরা সেটা বন্ধ না করলে ফেসবুককে দোষ দিয়ে লাভ কী?

আপনার মন্তব্য লিখুন নীচের ঘরে৷

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য