1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা

৬ ফেব্রুয়ারি ২০১৮

সূচকের হিসেবে, বিচারবিভাগের কার্যকারিতা, সম্পত্তির অধিকার নিরূপণে সরকারের ন্যায়পরায়ণতা, বাণিজ্য ও শ্রমের স্বাধীনতা – এ সব বিষয়ে বাংলাদেশ খুব একটা এগোতে পারেনি৷

https://p.dw.com/p/2sCWB
বাংলাদেশ অর্থনীতি
ছবি: heritage.org

গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশনের করা ২০১৮ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২৮৷ আর দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার ৪৩টি দেশের মধ্যে ২৯তম৷ পেছনে ফেলেছে ভারত (৩০তম), পাকিস্তান (৩১তম), নেপাল (৩২তম) ও ভিয়েতনামকে (৩৫তম)৷

বাংলাদেশের সার্বিক স্কোর ৫৫ দশমিক ১৷ গেল বছরের চেয়ে ০ দশমিক ১ পয়েন্ট বেড়েছে৷ তবে এর অর্থ এই নয় যে, বাংলাদেশ ভালো করছে৷ বৈশ্বিক হিসেবে বাংলাদেশ অনেক পিছিয়ে৷

সূচকে বাংলাদেশ চ্যাপ্টারে দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে৷ সেখানে উঠে এসেছে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অবকাঠামোগত দুর্বলতার কথাগুলো৷

বলা হয়েছে, দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামো, ভয়াবহ দুর্নীতি, অপর্যাপ্ত বিদ্যুতায়ন এবং অর্থনৈতিক সংস্কারগুলোর ধীর প্রয়োগ সত্ত্বেও গত দু'দশকে গড়ে ৬ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের৷

তারা বলছে, বাংলাদেশে সম্পত্তি আইনগুলো সেকেলে৷ সম্পত্তির বিতরণে আছে অসাম্য৷ বিচার বিভাগ স্বাধীন নয়৷ চুক্তির বাস্তবায়ন ও দ্বন্দ্ব নিরসন প্রক্রিয়ায় দক্ষতার অভাব আছে৷ এছাড়া দূর্নীতি ও অপরাধ, আইন প্রয়োগে দুর্বলতা, আমলাতান্ত্রিক অস্বচ্ছতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ৷

জেডএ/ডিজি