ইইউ নেতাদের বৈঠক
৩ সেপ্টেম্বর ২০১৪ইউরো এলাকা অর্থনৈতিক সংকট কাটিয়ে মাথা তুলে দাঁড়াতে চাইছে৷ কিন্তু শুরু থেকেই তার পথ নিয়ে ইউরোপীয় নেতারা দুই শিবিরে বিভক্ত৷ একদিকে ব্যয় সংকোচ ও সংস্কারের মাধ্যমে অর্থনীতির ভীতকে মজবুত করার ফর্মুলা৷ অন্যদিকে অবিলম্বে স্টিমুলাসের মাধ্যমে অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করে বিপদ কাটানোর দাবি৷ ব্যয় সংকোচ ও সংস্কারের ফলে বিপর্যস্ত দেশগুলি সত্যি সংকট কাটিয়ে আবার অর্থনীতির মূল স্রোতে ফিরতে পারছে বটে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ এদিকে স্পেনে বেকারত্বের হার আবার কিছুটা বেড়ে গেছে৷ একমাত্র গ্রিসেই বেকারদের সংখ্যা তার চেয়েও বেশি৷ গ্রিস তার অর্থনীতির উন্নতির জন্য আইএমএফ ও ইইউ-র সঙ্গে আলোচনা শুরু করেছে৷ তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ফ্রান্স ও ইটালিকে নিয়ে৷ ইইউ-র দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুর্বলতা কিছুতেই কাটছে না৷
এই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে একমাত্র ভরসা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷ পরিস্থিতি যাই হোক না কেন, গত পাঁচ বছর ধরে ইসিবি বার বার সঠিক মন্তব্য করে বা পদক্ষেপ নিয়ে তা সামাল দিয়ে চলেছে৷ চলতি সপ্তাহেই ইসিবি এক বৈঠকে অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন করে আরও বন্ড কেনার মতো কিছু পদক্ষেপ নিতে পারে৷ কিন্তু ইসিবি-ও এবার বলছে, যে তাদের একার পক্ষে অর্থনীতি বাঁচানো সম্ভব নয়৷ অর্থাৎ রাজনৈতিক স্তরেই সিদ্ধান্ত নিতে হবে৷ ইসিবি প্রধান মারিও দ্রাগির পরামর্শ হলো, বাজেট ঘাটতি সংক্রান্ত ইইউ-র নিয়মের কাঠামোর মধ্যে থেকেই ব্যয় সংকোচ কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা হোক৷ ইউরোপীয় কমিশনের ভবিষ্যৎ প্রধান জঁ ক্লোদ ইয়ুংকার ৩০,০০০ কোটি ইউরো মূল্যের এক তহবিলের প্রস্তাব দিয়েছেন, যা অবকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করা হবে৷ দ্রাগিও এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন৷
আগামী ৬ই অক্টোবর ইউরোপীয় শীর্ষ নেতারা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে এক সম্মেলনে মিলিত হচ্ছেন৷ সেখানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উপর চাপ বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে৷ জার্মানির নিজস্ব রেকর্ড বাজেট সারপ্লাস অনেকের ঈর্ষার কারণ৷
সোমবার ইউরোপের পুঁজিবাজার গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি চাঙ্গা হয়ে উঠেছিল৷ এর মূল কারণ কিছু কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি৷ কিন্তু ইউক্রেন ও ইরাক সহ বিভিন্ন সংকটের কারণে বাজার দুশ্চিন্তার মধ্যে রয়েছে৷ ইউরোপে উৎপাদন কমে চলাও উদ্বেগের কারণ৷ বৃহস্পতিবার ইসিবি-র বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সে দিকেও লক্ষ্য রাখছে পুঁজিবাজার৷ এদিকে ইউরো-র বিনিময় মূল্য কমে চলেছে, যা ইউরো এলাকার রপ্তানিকারকদের জন্য সুখবর বয়ে আনছে৷
এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)