1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ধর্মভারত

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন মোদী, যোগী, ভাগবতের

২২ জানুয়ারি ২০২৪

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হলো। করলেন প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

https://p.dw.com/p/4bWxV
ভারতের প্রধানমন্ত্রী মোদী
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনীতে ভারতের প্রধানমন্ত্রী মোদীছবি: India's Press Information Bureau/REUTERS

কালচে সবুজ রংয়ের মূর্তি। মাথায় সোনার মুকুট। গলায় সোনার অলংকার। প্রচুর ফুল-মালা। অযোধ্যায় যে রামমন্দিরের উদ্বোধন হলো সোমবার, তাতে কিশোর রামের মূর্তি এরকমই।

রামমন্দিরের গর্ভগৃহে শ্রীরামের এই মূর্তিই প্রতিষ্ঠিত হলো, তার প্রাণপ্রতিষ্ঠা হলো। সেখানেই প্রধানমন্ত্রী মোদীর পাশে ছিলেন মোহন ভাগবত, ছিলেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি তারাও মন্ত্র পড়লেন। আরতি করলেন। ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও। রামমন্দির উদ্বোধনের ক্ষেত্রে, প্রাণপ্রতিষ্ঠার ক্ষেত্রে এই তিনজনের নামই থাকলো।

এরপরই রামমন্দিরের উপর থেকে হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেয়া হলো। হাজার আটেক আমন্ত্রিত অতিথি ও নির্মীয়মান রামমন্দিরের উপর পড়লো সেই ফুল।

মন্ত্রপাঠ হলো, আরতি হলো, এরপর প্রধানমন্ত্রী মোদী সাষ্টাঙ্গ প্রণাম করলেন মূর্তিকে। উদ্বোধনপর্ব শেষ হলো।

সোমবার রামমন্দিরের ভিতরে ঢুকে মূর্তি দর্শন করতে পেরেছেন কেবলমাত্র আমন্ত্রিতরা। মঙ্গলবার থেকে তা সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে। এক হাজার আটশ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে এই রামমন্দির।

তবে মন্দিরের কাজ এখনো পুরো শেষ হয়নি। একতলার কাজ হয়েছে। এরপর আরেকটি তলা তৈরি হবে। তাতে অবশ্য সাধারণ মানুষের দর্শনের কোনো ব্যাঘাত হবে না বলে রামমন্দির ট্রাস্ট জানিয়েছে। একদিকে মন্দির তৈরির কাজ চলবে, অন্যদিকে দর্শনও চলবে।

মোদীর বক্তব্য

উদ্বোধন অনুষ্ঠান শেষ হওয়ার পর মোদী ভাষণ দেন। তিনি বলেন, ‘‘অতীতে নিশ্চয়ই আমাদের কিছু খামতি ছিল। তাই রামমন্দির হয়নি। আজ সেই খামতি দূর হয়েছে বলে রামমন্দির হয়েছে।’’ এটা রাষ্ট্রচেতনার মন্দির। তিনি বলেছেন, ‘‘এটাই  সময়, ঠিক সময়। ভারতে এখন দেশে হতাশার কোনো স্থান নেই।’’

মোদী বলেছেন, ‘‘রামই হলেন ভারতের ভিত্তি, ভারতের আস্থা।’’

বিরোধীরা কী করলেন?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন ন্যায় যাত্রা করছেন। তিনি এখন উত্তরপূর্বে সেই যাত্রা করে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংহতি যাত্রা করেছেন। তিনি কালীঘাটে পুজো দিয়ে স্কুটিতে করে গুরুদ্বার, গির্জা, মসজিদ যাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শ্রীরামকে নিয়ে স্লোগান ওঠার পরই বাম-ছাত্ররা আওয়াজ দিয়েছেন, ইনকিলাব  জিন্দাবাদ।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য