অমর্ত্যকে সম্মানিত করলো বাংলা একাডেমি
৩১ ডিসেম্বর ২০১১বাংলা একাডেমীর বার্ষিক সাধারণ সভায় শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেনকে সম্মানসূচক ফেলোশিপ দেয়া হয়৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার একটি চলমান প্রক্রিয়া৷ তাই কয়েকজনের বিচার করেই ট্রাইবুনালের কাজ শেষ হবেনা৷
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের জন্যও তার সরকার কাজ করে যাচ্ছে৷ তিনি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান৷
একই অনুষ্ঠানে অমর্ত্য সেন বলেন, বাংলাভাষা একটি সমৃদ্ধ ভাষা৷ কিন্তু এই ভাষাকে বাঁচিয়ে রাখতে এবং একে বিশ্বের দরবারে আরো প্রতিষ্ঠিত করতে বাঙালিদের কাজ করতে হবে৷ তিনি বাংলার শব্দভাণ্ডারকে অক্ষুন্ন রেখে আরো সমৃদ্ধ করার তাগিদ দেন৷
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রন্ত দেশগুলোর একটি হল বাংলাদেশ৷ তাই এর প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে৷ তিনি বলেন, এপর্যন্ত যা কাজ হয়েছে তা সন্তোষজনক নয়৷ অমর্ত্য সেন বাংলাদেশের নারী শিক্ষা এবং উন্নয়নে নারীর ভূমিকার প্রশংসা করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক