অবরোধ বাড়ল ১২ ঘণ্টা
২৭ নভেম্বর ২০১৩ককটেল ছোড়ায় ভাড়াটে লোকজন নিয়োগ করায় তারা টাকার জন্য যত্রতত্র ককটেল ছুড়ছে৷ পুলিশ কমিশনার সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সাধারণ মানুষ ভরসা পাচ্ছেন না৷
অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকেল পর্যন্ত সারাদেশে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে সাতক্ষীরায় এক মহিলাসহ ২ জন, সিরাজগঞ্জে ২ জন, চট্টগ্রামে ১ জন এবং গাজীপুরে ১ জন নিহত হয়েছেন৷ এদের মধ্যে সরকার ও বিরোধী দলের কর্মী ছাড়াও রয়েছেন গৃহবধু, টেম্পো-চালক ও পথচারী৷
এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার ঢাকায় আহত এক ব্যাংক কর্মচারি বুধবার মারা গেছেন৷ এই নিয়ে দুই দিনে অবরোধ চলাকালে মোট ১৬ জন নিহত হলেন৷ এদের অধিকাংশই মারা গেছেন সংঘর্ষ এবং ককটেল হামলায়৷
এর বাইরে সড়ক অবরোধ, রেললাইন উপড়ে ফেলা, যানবাহনে আগুনের ঘটনা ঘটছে৷ আগুন দেয়া হচ্ছে নির্বাচন অফিস, উপজেলা পরিষদসহ নানা সরকারি স্থাপনায়৷ হামলা হচ্ছে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বুধবার হঠাৎ করেই ঢাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে৷ আগাম সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার৷ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার বেনজির আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সহিংসতা প্রতিরোধ ও জনগণের জানমাল রক্ষায় তারা শতভাগ কঠোর অবস্থানে আছেন৷ তারা যে-কোনো ধরণের নাশকতা এবং সহিংসতাকে কঠোর হাতে দমন করবেন৷
ঢাকায় ককটেল ছোড়ার জন্য ভাড়াটে লোকজন নিয়োগ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷ উত্তরা এলাকা থেকে ককটেল বিস্ফোরণে জড়িত আল আমিন নামে এক যুবককে গ্রেফতারের পর পুলিশ তার বরাত দিয়ে এই তথ্য জানায়৷ আল আমিন জানায় একটি ককটেল ছুড়তে পারলে তাদের দেয়া হয় ২০০ টাকা৷ পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, পাড়া মহল্লায় এরকম কম বয়সি তরুণদের অর্থের বিনিময়ে ককটেল ছোড়ার কাজে লাগানোয় রাজধানীর যানবাহন এবং ফুটপাথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ তারা তাদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছেন৷
এদিকে বিএনপি এই সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছে৷ বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন সরকার তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে৷ তিনি দাবি করেন নাশকতার সঙ্গে বিরোধী দলের কেউ জড়িত না৷ সরকারের লোকজনই এসব কাজ করছে৷ তাই বিরোধী নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানোর কথা জানান তিনি৷ এর আগে বৃহস্পতিবার সকাল ৬টায় এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জামায়াতের স্বার্থ রক্ষায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করছেন৷ তিনি বলেন হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না জেনে খালেদা তাঁর দলকেও নির্বাচনের বাইরে রাখছেন৷ আর সারাদেশে চালানো হচ্ছে সহিংসতা৷ প্রধানমন্ত্রী বলেন সহিংসতা এবং নাশকতার ঘটনায় অনেকেরই প্রাণ যাচ্ছে৷ এইসব ঘটনায় বিরোধী দলীয় নেত্রীকে হুকুমের আসামি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী৷