1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবরোধ বাড়ল ১২ ঘণ্টা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ নভেম্বর ২০১৩

নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলের অবরোধে ব্যাপক সহিংসতা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে৷ এরই মধ্যে অবরোধের সময়সীমা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়িয়েছে বিরোধী জোট৷

https://p.dw.com/p/1APRF
Activists of Bangladesh Jamaat-e Islami shout slogans as they set a fire on a street during a nationwide protest in Dhaka November 26, 2013. Bangladeshi opposition supporters detonated scores of homemade bombs and removed railway tracks to disrupt train services on Tuesday as a planned nationwide protest against upcoming elections turned violent, witnesses and police said. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters/Andrew Biraj

ককটেল ছোড়ায় ভাড়াটে লোকজন নিয়োগ করায় তারা টাকার জন্য যত্রতত্র ককটেল ছুড়ছে৷ পুলিশ কমিশনার সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সাধারণ মানুষ ভরসা পাচ্ছেন না৷

অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকেল পর্যন্ত সারাদেশে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে সাতক্ষীরায় এক মহিলাসহ ২ জন, সিরাজগঞ্জে ২ জন, চট্টগ্রামে ১ জন এবং গাজীপুরে ১ জন নিহত হয়েছেন৷ এদের মধ্যে সরকার ও বিরোধী দলের কর্মী ছাড়াও রয়েছেন গৃহবধু, টেম্পো-চালক ও পথচারী৷

unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 07.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Bangladesh Election Commission Bildbeschreibung: The search committee, formed to suggest names for election commissioners of Bangladesh, has recommended that either former cabinet secretary Ali Imam Majumder or ex-home secretary Kazi Rakib Uddin Ahmed be the chief election commissioner. The picture shows the secretariat of Bangladesh Election Commission in Dhaka.
ছবি: DW

এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার ঢাকায় আহত এক ব্যাংক কর্মচারি বুধবার মারা গেছেন৷ এই নিয়ে দুই দিনে অবরোধ চলাকালে মোট ১৬ জন নিহত হলেন৷ এদের অধিকাংশই মারা গেছেন সংঘর্ষ এবং ককটেল হামলায়৷

এর বাইরে সড়ক অবরোধ, রেললাইন উপড়ে ফেলা, যানবাহনে আগুনের ঘটনা ঘটছে৷ আগুন দেয়া হচ্ছে নির্বাচন অফিস, উপজেলা পরিষদসহ নানা সরকারি স্থাপনায়৷ হামলা হচ্ছে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বুধবার হঠাৎ করেই ঢাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে৷ আগাম সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার৷ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার বেনজির আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সহিংসতা প্রতিরোধ ও জনগণের জানমাল রক্ষায় তারা শতভাগ কঠোর অবস্থানে আছেন৷ তারা যে-কোনো ধরণের নাশকতা এবং সহিংসতাকে কঠোর হাতে দমন করবেন৷

ঢাকায় ককটেল ছোড়ার জন্য ভাড়াটে লোকজন নিয়োগ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷ উত্তরা এলাকা থেকে ককটেল বিস্ফোরণে জড়িত আল আমিন নামে এক যুবককে গ্রেফতারের পর পুলিশ তার বরাত দিয়ে এই তথ্য জানায়৷ আল আমিন জানায় একটি ককটেল ছুড়তে পারলে তাদের দেয়া হয় ২০০ টাকা৷ পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, পাড়া মহল্লায় এরকম কম বয়সি তরুণদের অর্থের বিনিময়ে ককটেল ছোড়ার কাজে লাগানোয় রাজধানীর যানবাহন এবং ফুটপাথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ তারা তাদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছেন৷

এদিকে বিএনপি এই সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছে৷ বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন সরকার তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে৷ তিনি দাবি করেন নাশকতার সঙ্গে বিরোধী দলের কেউ জড়িত না৷ সরকারের লোকজনই এসব কাজ করছে৷ তাই বিরোধী নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানোর কথা জানান তিনি৷ এর আগে বৃহস্পতিবার সকাল ৬টায় এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জামায়াতের স্বার্থ রক্ষায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করছেন৷ তিনি বলেন হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না জেনে খালেদা তাঁর দলকেও নির্বাচনের বাইরে রাখছেন৷ আর সারাদেশে চালানো হচ্ছে সহিংসতা৷ প্রধানমন্ত্রী বলেন সহিংসতা এবং নাশকতার ঘটনায় অনেকেরই প্রাণ যাচ্ছে৷ এইসব ঘটনায় বিরোধী দলীয় নেত্রীকে হুকুমের আসামি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য