1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অন্ধকারপল্লীর বাসিন্দা’ দেখাচ্ছেন আলোর পথ

৭ আগস্ট ২০১৭

হাজেরা বেগমকে নিয়ে এর আগেও প্রতিবেদন হয়েছিল ডয়চে ভেলেতে, ২০১৩ সালে৷ আবারও তিনি এদেশের সব সংবাদমাধ্যমে ঠাঁই করে নিয়েছেন৷ আগে ছিলেন ৩০ সন্তানের মা৷ এখন তাঁর সন্তানের সংখ্যা ৪০, কিন্তু এদের কেউই তাঁর গর্ভজাত নয়৷

https://p.dw.com/p/2hn81
ছবি: Youtube

হাজেরা বেগম এক সংগ্রামী নারীর নাম৷ এক সময় ছিলেন অন্ধকার জগতের বাসিন্দা৷ আর তাই হাড়ে হাড়ে টের পেয়েছেন সেখানকার দুঃখ, কষ্ট এবং অপমানের জ্বালা৷ সেই আঁধার পল্লীর সন্তানেরা যাতে অন্তত সুস্থ জীবন পায় সেই চেষ্টাই করছেন তিনি৷ হাজেরা বেগম ‘অন্ধকারপল্লী’ ছেড়ে দিয়েছেন৷ সেই জগতের নারীদের সন্তানদের এবং পথশিশুদের নতুন জীবন গড়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি৷ এখন তিনি ৪০ সন্তানের মা৷ ৪৬ বছর বয়সি হাজেরা বেগমের মনে নেই নিজের মায়ের কথা৷ তাই হয়ত এই শিশুদের মায়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে চান তিনি৷ খাওয়া, গোসল করানো, গল্প বলে শোনানো, পড়ানো-সব দায়িত্বই হাসিমুখে পালন করছেন তিনি৷ শিশুদের মধ্যে পাঁচজন এখন স্কুলে যায়৷

২০১০ সালে নিজের যতটুকু সম্বল আছে সেগুলো দিয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় ‘শিশুদের জন্য আমরা’ সংগঠনের যাত্রা শুরু হয়৷ সেই সংগঠনের কর্ণধার এখন হাজেরা বেগম৷ চলতি বছরের ১৩ই মে দৈনিক ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশের পর অনেকেই এই সংগঠনের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন৷

এপিবি/ডিজি