অং লি করবেন ‘ক্লিওপ্যাট্রা’
২১ জানুয়ারি ২০১৩ক্লিওপ্যাট্রাকে নিয়ে ছবি? মিশরের রানি ক্লিওপ্যাট্রা তো আর নেফারতিতি নন যে, বার্লিনের মিউজিয়ামে তাঁর আবক্ষ মূর্তি রাখা থাকবে৷ কাজেই ক্লিওপ্যাট্রাকে দেখতে কেমন ছিল, তা ভাবতে গেলে কবিকল্পনা আর হলিউডের ছবিই সম্বল৷ এক্ষেত্রে কোনকালের সেই ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা' ছবির এলিজাবেথ টেলরকে মনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক, যিনি তাঁর আমলে হলিউড অভিনেত্রীদের মধ্যে সুন্দরীশ্রেষ্ঠা বলে গণ্য হতেন৷
শেক্সপীয়ারের নাটককে ভিত্তি করে তৈরি হয়েছিল সে ছবি৷ লিজ টেলরের সঙ্গে মার্ক অ্যান্টনির ভূমিকায় ছিলেন রিচার্ড বার্টন স্বয়ং৷ রূপোলি পর্দায় দু'জনের প্রেমটাও জমেছিল অনুরূপ৷ শেষ দৃশ্যে মার্ক অ্যান্টনি স্বহস্তে মরতে চলেছেন৷ ক্লিওপ্যাট্রাকে বললেন: ‘টেক মাই ব্রেথ অ্যাওয়ে', তুমি আমার শ্বাস কেড়ে নাও৷ ক্লিওপ্যাট্রা তাই করলেন: একটি শেষ চুম্বনে অ্যান্টনির জীবন শেষ হয়ে গেল৷
এবার সোনি এন্টারটেইনমেন্ট জুলিয়াস সিজারের প্রেয়সী তথা মার্ক অ্যান্টনির প্রেমিকা সেই ক্লিওপ্যাট্রাকে নিয়ে নতুন ক্ল্যাসিক তৈরি করতে চলেছে, এবং তার নায়িকার খোঁজ করতে গিয়ে – রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, ‘মরব নাকো নিপুণিকা, চতুরিকার শোকে৷ তারা সবাই অন্য নামে আছেন মর্তলোকে৷' নতুন ক্লিওপ্যাট্রা ছবির ক্ষেত্রে সেই নামটি হল হাল আমলের সুন্দরীশ্রেষ্ঠা অ্যাঞ্জেলিনা জোলির৷
জোলি স্বয়ং নাকি অং লিকে টেলিফোন করে অনুরোধ করেছেন ছবিটি পরিচালনা করার৷ ‘অ্যাকিলিস'-এ ব্র্যাঞ্জেলিনা জুটির ব্র্যাড পিটকে যাঁদের মনে আছে, তাঁরা ভাববেন: সেকালের রিচার্ড বার্টনের মতো মার্ক অ্যান্টনির ভূমিকায় এবার জোলির স্বামী ব্র্যাড পিটকে রাখলে কেমন হয়? যদিও সেরকম কোনো কথা এযাবৎ শোনা যায়নি৷
তাইওয়ানি-মার্কিন চিত্রপরিচালক অং লি, যার থ্রি-ডি ‘লাইফ অফ পাই' ১১টি অস্কারের মনোনয়ন পেয়েছে, তিনি জোলির টেলিফোন পাবার পর বলেছেন: ‘‘আমারা পরষ্পরকে খুই অ্যাডমায়ার করি....প্রোজেক্টটাও খুব আকর্ষণীয়৷ এটা একটা বড় বাজেটের ছবি, কাজেই আমি ব্যাপারটা ভেবে দেখছি৷....তবে এটা একটা বিরল সুযোগও বটে৷ কাজেই আমি সম্ভবত প্রস্তাবে সম্মত হব৷''
মুশকিল একটাই: ক্লিওপ্যাট্রাকে থ্রি-ডি অ্যাকশনে দেখে মার্ক অ্যান্টনি না আবার ঘাবড়ে যান!