1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙর নিধন

৩ জুন ২০১৩

প্রতি বছর সারা বিশ্বে মারা হয় ১০ কোটি হাঙর৷ এ প্রক্রিয়ায় এই সামুদ্রিক প্রাণীটি গত একশ বছরে কমেছে শতকরা ৯০ ভাগ৷ কঠিন বাঁধা না থাকলে তো হাঙর নিশ্চিহ্নই হয়ে যাবে! জাপান সেরকম এক কঠিন নিয়ম করেছে হাঙর-হত্যা রোধের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/18iiD
USA, 2007: Tigerhai (Galeocerdo cuvier) schnappt nach einem Koeder. [en] Tiger Shark (Galeocerdo cuvier), lunging for bait. | USA, 2007: Tiger Shark (Galeocerdo cuvier), lunging for bait.
ছবি: picture-alliance/wildlife

বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর বাণিজ্য রোধের কনভেনশন (সিআইটিইএস) হাঙর নিধন বন্ধ করতে কঠিন এক আইন প্রণয়ন করেছে৷ জাপানের এক কূটনীতিক জানিয়েছেন, তাঁর দেশ ওই আইনের ব্যাপারে আপত্তি জানাবে৷ গত মার্চে অনুষ্ঠিত ব্যাংকক সম্মেলনে দেশটি এ আইন রোধের চেষ্টা করেছিল৷ কিন্তু সিআইটিইএস-এর ১৭৮টি সদস্য দেশের অধিকাংশই আইন বলবৎ করার পক্ষে দাঁড়ালে সে চেষ্টা ব্যর্থ হয়৷

এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান এবং চীনে হাঙরের খুব চাহিদা৷ হাঙরের ফুলকা দিয়ে তৈরি স্যুপ দেশটিতে ভীষণ জনপ্রিয় একটি খাবার৷ জাপানে তিমি মাছও মারা হয় নিয়মিত৷ এ নিয়ে সমালোচনাও হয়েছে, হচ্ছে৷ জাপানের দাবি, তিমি মাছ হত্যা করা হয় গবেষণার প্রয়োজনে৷ গবেষণা হলেও পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণীর দেহের বেশিরভাগ অংশই সেখানে রান্না করে পরিবেশন করা হয় খাবার টেবিলে৷ এতটা না হলেও সামুদ্রিক প্রাণী খুব বেশি খাদ্যতালিকায় রাখা হয় অনেক দেশেই৷ এমন দেশগুলোর কারণেই হাঙরের বেশ কিছু প্রজাতি এখন বিলুপ্ত হবার আশঙ্কায়৷

এসিবি/ডিজি (এএফপি)