1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সুপারহিরো’ ও ‘সিকোয়েল’

২ মে ২০১২

‘দি অ্যাভেন্জার’ নামের সিনেমাটি দিয়ে শুরু হলো হলিউডের এ বছরের গ্রীষ্মকাল৷ ‘আয়রন ম্যান’, ‘দি হাল্ক’, ‘থর’ ও ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’- এই সবগুলো ছবির ‘সুপার হিরো’দের সমন্বয় ঘটিয়েছে ‘দি অ্যাভেন্জার’৷

https://p.dw.com/p/14nvY
ছবি: dapd

কমিক, অতিমানবীয়তা, অ্যাকশন – সব দিয়ে সাজানো হয়েছে ‘দি অ্যাভেন্জার'৷ মুক্তি পাবার পর অ্যামেরিকা ও ক্যানাডাতে দারুণ বিকোচ্ছে এই সিনেমার টিকিট৷ ফিল্মবোদ্ধারা আভাস দিয়েছেন, বক্স অফিসে দারুণ সাফল্য আনবে এই সিনেমার সুপারহিরোরা৷

এবারের গ্রীষ্মে হলিউড মুক্তি দিচ্ছে কমিক বইয়ের চরিত্রগুলির ভিত্তিতে আরো বেশ কিছু ছবি৷ এর মধ্যে রয়েছে ‘দি অ্যামেজিং স্পাইডার ম্যান' ও ‘দি ডার্ক নাইট রাইজেস' নামের দুটো ছবি৷ ছবিগুলো মুক্তি পাবে আগামী জুলাই মাসে৷

সুপারহিরোদের ক্যারিশমার পাশাপাশি, সিকোয়েল মুভি দিয়েও পূর্ণ থাকবে হলিউডের এই গ্রীষ্ম৷ সিকোয়েল এর তালিকায় রয়েছে, ‘মেন ইন ব্ল্যাক-৩', ‘দি এক্সপেন্ডেবলস-২' এর মতো সিনেমা ৷

এছাড়া এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের সাথে পৃথিবীর মানুষের দ্বন্দ্ব, বন্ধুতা, সংকট ইত্যাদি নিয়ে থাকছে ‘ব্যাটলশিপ', ‘প্রমিথিউস' ও ‘নেবারহুড ওয়াচ' নামের ছবিগুলো৷

কমেডি ছবিরও বেশ বড় একটা আয়োজন রয়েছে এবার৷ এর মধ্যে ‘হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং' নামের কমেডি সিনেমাতে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াস ও জেনিফার লোপেজ৷ রোম্যান্টিক কমেডি ‘হোপ স্প্রিং' দিয়ে দর্শকদের মাতাতে আসছেন মেরিল স্ট্রিপ৷ আর সংগীত নির্ভর কমেডি সিনেমা ‘স্পার্কল' এ আছেন সদ্য প্রয়াত হুইটনি হিউস্টন৷

এসবের পাশাপাশি শিশুদের জন্য এবং পরিবার নিয়ে দেখা যায় এমন ছবিও আনবে হলিউড৷ এছাড়া রাজনীতি ভিত্তিক সিরিয়াস ধাঁচেরও দু' একটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়৷

তবে, বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে যে, সব দেখে শুনে সিনেমা বোদ্ধারা বলছেন, হলিউডের এবারের গ্রীষ্মকালীন বিনোদনের সিংহভাগ জুড়েই রয়েছে সুপার হিরো, সিকোয়েল ও রিমেক৷ আর এসবের মধ্যে মূলত প্রধান হয়ে উঠেছে ‘ভাল' ও ‘মন্দ'-এর মহাকাব্যিক এক চিরন্তনী দ্বন্দ্ব৷

প্রতিবেদন: রয়টার্স / আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য