1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে না জার্মানি

১ আগস্ট ২০১৯

ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপে রাজি নয় জার্মানি৷ তাই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলেও হরমুজ প্রণালীতে কোনো মিশনে অংশ নেয়া সম্ভব নয়৷এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/3NAHO
Symbolbild: US Marine im Persischen Golf
ছবি: Reuters/U.S. Navy/A. Dublinske

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিশেষ মিশনে নামছে যুক্তরাষ্ট্র৷ দেশটি চায় ইউরোপের দেশগুলোও সেই মিশনে অংশ নিক৷ তবে হাইকো মাস বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাগরে কোনো মিশনে জার্মানি অংশ নেবে না৷'' এমন সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল হলো সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করা আর জার্মানি মনে করে এটা ভুল কৌশল৷

জার্মানির এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বার্লিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল বলেছেন, ‘‘এক্ষেত্রে জার্মানিো কিছু দায়িত্ব আছে৷ ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি জার্মানি৷ এমন সাফল্য বৈশ্বিক পর্যায়ে কিছু দায়িত্বেরও জন্ম দেয়৷'' এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের ৩৪ হাজার সৈন্যের পেছনে অর্থ ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘‘জার্মানিকে পশ্চিমের অংশ রাখতে অনেক ত্যাগ স্বীকার করেছে যুক্তরাষ্ট্র৷'' 

যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য যা চায়

গত সপ্তাহে হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের নিরাপত্তারক্ষীরা৷ এরপর সেই অঞ্চলে জাহাজ চলাচলের বিষয়ে উদ্বিগ্ন হয়ে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা করে যুক্তরাজ্য৷ যুক্তরাজ্যও চায় ইউরোপীয় দেশগুলোকে সঙ্গে নিয়ে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে৷

গত বছর ২০১৫ সালে হওয়া জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন

 ডনাল্ড ট্রাম্প৷ তারপর ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ শুরু করেন৷ সেই থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে৷

এসিবি/ কেএম (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য