হংকং বিক্ষোভ: পুলিশের ফাঁকা গুলি, টিয়ারশেল
২৬ আগস্ট ২০১৯বিক্ষোভকারীরা লাঠি ও রড দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করলে বাধ্য হয়ে তিনি ফাঁকা গুলি ছোড়েন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷
পুলিশ বলছে, নগরীর কোওয়াই চুং স্টেডিয়ামে ভারী বৃষ্টির মধ্যেও কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন৷ এরপর বিক্ষোভকারীদের একটি দল স্টেডিয়াম পাশের সুউইন ওয়ান জেলার একটি প্রধান সড়ক দখল করে এবং ফুটপাত থেকে ইট খুলে নেয়৷ এদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে৷
পুলিশ টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করে৷ বিক্ষোভকারীদের সতর্ক করতে একটি বড় ব্যানারও প্রদর্শণ করেছিল তারা৷
পুলিশের ভাষ্য, গত জুন মাস থেকে এই বিক্ষোভ শুরু পর রোববার তা সহিংসতায় রূপ নয়৷ তবে বিক্ষোভ দমনে পুলিশ পদক্ষেপ নিলে পিছু হটে বিক্ষোভকারীরা৷ এ সময় ৩৬ জনকে আটক করা হয়৷
পুলিশ বলছে, একটি জায়গায় ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী লাঠি ও রড নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেন৷ এ সময় তিনি আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন৷ ছয়জন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করলেও তাদের মধ্যে একজনই ফাঁকা গুলি ছুড়েছেন৷
ডয়চে ভেলে দক্ষিণপূর্ব এশিয়ার সংবাদদাদা শার্লট চেলসম-পিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে বলেছেন, আসলেই যে গুলি যে চালানো হয়েছে সেই মুহূর্ত দেখাতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন৷
এই সংঘাতের পর হংকং সরকার এক বিবৃতিতে বলেছে, ‘‘বিক্ষোভকারীদের ক্রমবর্ধমান অবৈধ ও সহিংস কর্মকাণ্ড কেবল ভয়ানকই নয়, তারা হংকংকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে৷''
১৯৯৭ সালে ব্রিটিশদের থেকে চীনের কাছে হস্তান্তরের পর হংকংয়ের ইতিহাসে গত কয়েক মাস ধরে চলা এই প্রতিবাদকে সবচেয়ে বড় আন্দোলন বলা হচ্ছে৷
চীনের কাছে হস্তান্তরের সময় যুক্তরাজ্য শহরটির স্বায়ত্তশাসন ও স্বাধীনতা এবং স্বাধীন বিচার ব্যবস্থা অটুট রাখার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল৷ হংকংয়ের কারণেই চীনকে ‘এক দেশ, দুই ব্যবস্থাপনার' নীতিতে চলতে হচ্ছে৷
এসআই/ (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)