1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ের ৭০ ভাগ মানুষ চীনের টিকা চায় না

২৯ জানুয়ারি ২০২১

হংকং সরকার এক সময় খুব তাড়াতাড়িই পেতে চেয়েছিল চীনের সিনোভ্যাক ভ্যাকসিন৷ এখন চায় কিছুটা দেরিতে৷ এদিকে এক সমীক্ষা বলছে, হংকংয়ের অধিকাংশ মানুষের সিনোভ্যাকে কোনো আস্থা নেই৷

https://p.dw.com/p/3oYTe
হংকংয়ের বাসিন্দা
হংকংয়ের বাসিন্দাছবি: Reuters/T. Siu

হংকংয়ের এক হাজার মানুষের কাছে কোভিড-১৯-এর কোন ভ্যাকসিনে বেশি আস্থা জানতে চেয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়৷ জবাবে মাত্র ২৯ দশমিক মানুষ বলেছেন চীনের সিনোভ্যাকের কথা৷ হংকংবাসীর মাঝে যে জার্মানি এবং যুক্তরাজ্যের ভ্যাকসিনের প্রতি আকর্ষণ বা আস্থা প্রবল তা খুবই স্পষ্ট৷ সমীক্ষায় অংশ নেয়া ৫৬ ভাগ মানুষ বলেছেন ভ্যাকসিন নিলে জার্মানির বায়োনটেক ভ্যাকসিনই নিতে চান আর ৩৫ ভাগ জানিয়েছেন তারা চান অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা পিএলসির তৈরি ভ্যাকসিন৷   

অবশ্য হংকংয়ের বেশির ভাগ মানুষ ভ্যাকসিনই চান না৷ মাত্র ৪৬ ভাগ মানুষ মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেয়া জরুরি৷

ভ্যাকসিন আসার পর ৭৫ লাখ সিনোভ্যাক ভ্যাকসিনের অর্ডার দিয়েছিল সরকার৷ এই জানুয়ারিতেই তা চীন থেকে চলে আসার কথা৷ এখনো না আসার মূল কারণ হংকংয়ের সতর্কতা অবলম্বন৷ এখন সিনোভ্যাকের কার্যকারিতা সম্পর্কে আরো নিশ্চিন্ত হয়ে তা আনতে চায় সরকার৷

এ পর্যন্ত দুই কোটি ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে হংকং সরকার৷ সিনোভ্যাক, ফোসুন ফার্মা-বায়োনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা মিলিয়েই দুই কোটি ২৫ লাখ৷ এর মধ্যে ফেব্রুয়ারির শুরুর দিকে ফোসুন-বায়োনটেকের টিকা পৌঁছে যাওয়ার কথা৷ জার্মানির বায়োনটেকের ব্যবসায়িক অংশীদার ফোসুন ফার্মা৷

এসিবি/কেএম (রয়টার্স)