1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ জানুয়ারি ২০১৩

ঢাকার মোহাম্মদপুরে স্মার্ট ফ্যাশানস নামের তৈরি পোশাক কারখানায় আগুন লেগে ৭ শ্রমিক নিহত হওয়ার দায় মালিক কর্তৃপক্ষের৷ এই অভিযোগে পুলিশ কারখানার চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে৷

https://p.dw.com/p/17U9l
ছবি: dapd

শনিবার স্মার্ট ফ্যাশানস-এ আগুন লেগে ধোঁয়ায় এবং পদদলিত হয়ে ৭ জন পোশাক শ্রমিক নিহত হন৷ এই ঘটনায় অবহেলার অভিযোগে থানায় মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও হয়৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মালিকদের অবহেলা এবং বেআইনিভাবে কারখানা পরিচালনার প্রমাণ পেয়েছে৷ আর তাই গ্রেফতার করা হয়েছে স্মার্ট ফ্যাশানস-এর চেয়ারম্যান শরীফ আহমেদ এবং এমডি জাকির আহমেদকে৷ তারা গ্রেফতার এড়াতে ধানমন্ডির একটি বাসায় লুকিয়েছিল৷ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোল্লা নজরুল জানান, তারা তাদের অনিয়ম এবং অবহেলার কথা স্বীকার করেছেন৷

তিনি বলেন, শুধুই কি অবহেলা না মলিকানার দ্বন্দ্বে আগুন লাগানো হয়েছে, তাও তারা তদন্ত করছেন৷ এজন্য আটক ২ জনকে রিমান্ডে নেয়া হয়েছে৷

তিনি জানান, যারা স্মার্ট ফ্যাশানস-এর মত একটি অবৈধ প্রতিষ্ঠানকে সাবকন্ট্র্যাক্ট-এ কাজ দিয়েছেন, তাদের ব্যাপারে তদন্ত হচ্ছে৷ তাদেরও আইনের আওতায় আনা হবে৷

এদিকে হাইকোর্ট অগ্নি নিরপত্তাসহ অন্যান্য বৈধতা অর্জন না করা পর্যন্ত স্মার্ট ফ্যাশানস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷ নির্দেশ দিয়েছেন শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের৷

অন্যদিকে সাভারের তাজরীন ফ্যাশানস-এ আগুনে ১১২ জনের মৃত্যুর পরও মালিক দেলোয়ার হোসেনকে এখনো গ্রেফতার করা হয়নি৷ একাধিক তদন্ত টিম তাদের রিপোর্টে বলেছে, ঐ কারখানার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ ফায়ার লাইসেন্স ছিল মেয়াদ উত্তীর্ণ৷ তাকে কবে গ্রেফতার করা হবে, এমন প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জানান, সব তদন্ত এখনো শেষ হয়নি৷ তদন্ত শেষ হলেই তাকে গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য