স্বাধীনতা দিবসে কাবুলের রাস্তায় দুই ছবি
১০২ তম স্বাধীনতা দিবসে একদিকে তালেবান-বিরোধী বিক্ষোভ দেখল কাবুল। অন্যদিকে বন্দুক হাতে রাজপথ শাসন করল তালেবান যোদ্ধারা।
জাতীয় পতাকা হাতে
কাবুলের রাজপ্রাসাদ দখল করে সেখান থেকে জাতীয় পতাকা সরিয়ে দিয়েছিলেন তালেবান নেতারা। কালো-লাল-সবুজের সেই জাতীয় পতাকা হাতেই স্বাধীনতা দিবসে তালেবান-বিরোধী বিক্ষোভ দেখালেন কাবুলের একাংশের মানুষ।
দিকে দিকে বিক্ষোভ
কাবুল, পূর্ব আফগানিস্তানের একাংশ এবং উত্তর আফগানিস্তানে বৃহস্পতিবার দিনভর বিক্ষোক্ষ হয়েছে। সকলের হাতেই ছিল দেশের জাতীয় পতাকা।
স্বাধীনতা দিবস
১৯১৯ সালের ১৯ অগাস্ট আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা চলে গিয়েছিল। এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন আফগানরা। বৃহস্পতিবার ছিল ১০২ তম স্বাধীনতা দিবস।
জাতীয় পতাকা ও তালেবান
গত কয়েক সপ্তাহে একের পর এক আফগান শহর দখল করেছে তালেবান। সর্বত্র জাতীয় পতাকা নামিয়ে তারা সাদা পতাকা তুলে দিয়েছে। কাবুল প্রাসাদের কনফারেন্স রুম থেকেও তারা জাতীয় পতাকা সরিয়ে দিয়েছে যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষের একাংশ।
বিক্ষোভে নারী
বৃহস্পতিবারের বিক্ষোভে রাস্তায় নেমেছিলেন আফগান নারীরাও। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছেন তারা।
তালেবানের সাজোয়া গাড়ি
একদিকে যখন বিক্ষোভ চলছে, অন্যদিকে তখন সাজোয়া গাড়িতে চরে বন্দুক হাতে শহর শাসন করছে তালেবান।
তালেবান সেলফি
কাবুলের রাস্তায় যোদ্ধাদের সঙ্গে সেলফি তুলছেন তালেবান সমর্থকরা।
তালেবানের গুলি
কোথাও কোথাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে তালেবান গুলি চালিয়েছে বলেও অভিযোগ।
উত্তর আফগানিস্তানে প্রতিরোধ
উত্তর আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই শুরু করেছে নর্দার্ন অ্যালায়েন্স। স্বাধীনতা দিবসে সেখানেও জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ হয়েছে।