1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোলার মডিউল রিসাইক্লিং

ক্লাউডিয়া সালা/এসবি২৩ নভেম্বর ২০১৩

সৌরবিদ্যুতের ব্যবহার বেড়ে চললেও সোলার প্যানেল বাতিল হবার পর সেগুলির রিসাইক্লিং-এর উদ্যোগ এখনো খুব একটা দেখা যায় না৷ জার্মানিতে এবার এই রিসাইক্লিং বাধ্যতামূলক হয়ে উঠবে৷

https://p.dw.com/p/1AMVc
ছবি: Fotolia/M.Lohrbach

ফ্রেম খুলে নিয়ে অ্যালুমিনিয়াম আবারো কাজে লাগানো সম্ভব৷ এখনো এই ধরনের সোলার মডিউলের রিসাইক্লিং তেমন একটা হয় না৷ তবে আগামী বছর থেকে এই প্রবণতা বাড়ার কথা৷ তখন সোলার মডিউলের আয়ু শেষ হলে রিসাইক্লিং বাধ্যতামূলক হয়ে পড়বে৷

জার্মানির লান্ডবেল কোম্পানি উৎপাদক ও আমদানিকারীদের এ কাজে সহায়তা করতে এগিয়ে এসেছে, যাতে তারা নিয়ম মেনে বাতিল প্যানেলগুলি ফেলে দেয়ার ব্যবস্থা করতে পারে৷ কোম্পানির প্রতিনিধি ইয়ান পাট্রিক শুলৎস বলেন, ‘‘প্রথমে তাদের সম্ভবত নিবন্ধন করতে হবে৷ তারপর মডিউলের সম্ভাব্য সংখ্যা জানাতে হবে৷ এর জন্য অর্থের যোগান নিশ্চিত করতে হবে৷ কোম্পানি উঠে যাবে না, তার গ্যারেন্টি দিতে হবে৷ প্রতি মাসের বিক্রির হিসাব দিতে হবে৷''

গ্রাহকের এই সব দায়িত্ব নিয়ে নিতে চায় লান্ডবেল কোম্পানি৷ বড় খদ্দেরদের মধ্যে রয়েছে ‘ইয়ুউই'৷ তারা সোলার প্লান্টের পরিকল্পনা ও উৎপাদন – দুটি কাজই করে৷ এবার তাদের মডিউলের রিসাইক্লিং-এর দায়িত্ব চলে যাচ্ছে লান্ডবেলের কাঁধে৷ ইয়ুউই টেকনোলজিস-এর প্রধান ইয়ান ভারসেকা বলেন, ‘‘শুধু ফোটোভল্টেইক ও বায়ুশক্তি কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন করলেই সেটা পরিবেশবান্ধব হয় না৷ মডিইলের আয়ু শেষ হবার পর সেটার কী দশা হচ্ছে, সে কথাও ভাবতে হবে বৈকি৷''

এখনো সোলার মডিউল থেকে আবর্জনার পরিমাণ কম৷ কারণ বছর দশেক আগে থেকে বড় আকারে সেগুলি বসানোর কাজ শুরু হয়েছে৷ ১০ থেকে ১৫ বছর ধরে এগুলির বিদ্যুৎ উৎপাদন করার কথা৷ তারপর সেগুলির একটা গতি করার প্রয়োজন পড়বে৷ সেই ব্যবসা তখন ফুলেফেঁপে উঠবে৷ ইয়ান পাট্রিক শুলৎস বলেন, ‘‘বিপুল সম্ভাবনা রয়েছে বটে, তবে এই ক্ষেত্র ধীরে ধীরে বেড়ে উঠবে৷ মনে রাখতে হবে, এমন মডিউল বসানোর ক্ষেত্রে জার্মানি বিশ্বের বাজারে শীর্ষে রয়েছে৷ ৭১ শতাংশ মডিউলই ইউরোপীয় ইউনিয়নে রয়েছে৷ তার মধ্যে ৫০ শতাংশ আবার জার্মানিতে৷ আমাদের হিসেব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আমাদের প্রায় দেড় লাখ টন রিসাইকেল করতে হবে৷''

এটা স্পষ্ট যে মডিউল প্রস্তুতকারকরা দামের মধ্যে রিসাইক্লিং-এর খরচও ধরবেন৷ তা সত্ত্বেও ক্রেতারা দমে যাবেন না, এমনটাই আশা করা হচ্ছে৷ ইয়ান ভারসেকা বলেন, ‘‘এটা এমন কিছু বেশি দাম নয় যে, লোকে পিছিয়ে আসবে৷ বরং বিপরীতটাই ঘটবে৷ ক্রেতাদের প্রত্যাশা হলো, আমাদের একটা সার্বিক কনসেপ্ট রয়েছে এবং আমরা রিসাইক্লিং করার ক্ষমতাও রাখি৷''

তাছাড়া মডিউলের উপাদানগুলির পুনর্বব্যবহারের মাধ্যমেও রিসাইক্লিং-এর খরচের একটা অংশ উঠে আসবে৷ সোলার মডিউলগুলির মধ্যে রয়েছে সিলিকনের মতো দামি ধাতুও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য