1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে পিকে-র বৈঠক

১৪ জুলাই ২০২১

সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর বা পিকে। মঙ্গলবার এই বৈঠক হয়েছে।

https://p.dw.com/p/3wRVU
সোনিয়া, রাহুল, প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোর। ছবি: Hindustan Times/Imago Images

কেন্দ্রীয় স্তরে বিরোধীদের একজোট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-র বিরুদ্ধে লড়াই করার প্রয়াস আরেক ধাপ এগলো। সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোর। মাসখানেক আগে তার সঙ্গে শরদ পাওয়ার ও যশবন্ত সিনহার বৈঠক হয়েছে। তারপর যশবন্ত সিনহা তার মঞ্চে কিছু বিরোধী নেতাকে আলোচনার জন্যও ডেকেছিলেন।

কিছুদিন আগেই ডিডাব্লিউকে যশবন্ত সিনহা জানিয়েছিলেন, তারা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সম্মিলিত বিরোধী প্রার্থী দিতে চান। কংগ্রেসকেও তারা এই জোটে চান। কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে কথা চলছে। মঙ্গলবার প্রশান্ত কিশোর বা পিকে-র বৈঠক সেই প্রয়াসের অংশ বলে সুত্র জানাচ্ছে। আর বৈঠকে গান্ধী পরিবারের তিন গুরুত্বপূর্ণ সদস্যের উপস্থিতি খুবই তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার রাহুল গান্ধীর বাড়িতে এই বৈঠক হয়। সোনিয়া অবশ্য ভার্চুয়ালি তাতে যোগ দেন। 

২০১৭ সালে কংগ্রেসের হয়ে উত্তর প্রদেশের নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন পিকে। কিন্তু কংগ্রেসের কর্মপদ্ধতিতে অসন্তুষ্ট হয়ে তিনি বলেছিলেন, কংগ্রেসের ঘরানার সঙ্গে মানিয়ে কাজ করা খুবই কঠিন। সে বার পিকে কংগ্রেসকে সাফল্য দিতে পারেননি। অবশ্য পাঞ্জাবে তিনি সফল হয়েছিলেন। চার বছর পর আবার গান্ধীদের সঙ্গে তিনি এই বৈঠক করলেন। সম্প্রতি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন পিকে।

বিরোধী নেতাদের মতে, কংগ্রেসের অবস্থা খুবই খারাপ সেটা সকলেই জানেন। তা সত্ত্বেও কংগ্রসকে বাইরে রেখে বিরোধী জোট হবে না। কংগ্রেসই বিরোধীদের মধ্যে একমাত্র জাতীয় দল। তাদের উপস্থিতি খুবই জরুরি। একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়ার কৌশল তখনই সফল হবে, যদি কংগ্রেস এবং সবকটি প্রধান আঞ্চলিক দলকে একজোট করা যায়। শরদ পাওয়ার, যশবন্ত, পিকে-রা সেই চেষ্টাই করছেন।

জিএইচ/এসজি(এনডিটিভি)