1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালতামামি ২০১৩

২০ ডিসেম্বর ২০১৩

মানুষ পরিবর্তন পছন্দ করে৷ সবসময় চায় নতুন কিছু৷ তাই প্রতি বছরই ফ্যাশন বলুন আর লাইফস্টাইল, মানুষের জীবনে যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়৷ চলতি বছরের তেমনি কিছু উল্লেখযোগ্য ট্রেন্ডের কথা থাকছে এখানে৷

https://p.dw.com/p/1AciC
এই সেই সেল্ফিছবি: Roberto Schmidt/AFP/Getty Images

সেল্ফি: নিজের স্মার্টফোনে নিজেরই ফটো তোলার নাম সেল্ফি৷ কদিন আগে নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে তোলা এমনই একটি সেল্ফি বেশ আলোচনার ঝড় তোলে৷ ড্যানিশ প্রধানমন্ত্রী হেলে থর্নিং-স্মিডের স্মার্টফোনে তোলা ঐ সেল্ফিতে তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দেখা গেছে৷ গত ১২ মাসে সেল্ফি শব্দটির ব্যবহার ১৭০ গুণ বেড়ে যাওয়া অক্সফোর্ড ডিকশনারিজের ২০১৩ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে সেল্ফি৷ চলতি বছরের আরেকটি আলোচিত সেল্ফি হলো ইটালির নভোচারী লুসা পার্মিতানোর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তোলা ছবি৷

টোয়ের্ক: এটি এক ধরনের যৌন আবেদনমূলক নাচ৷ কয়েক বছর ধরে এই ধারা চলে আসলেও নাচটি জনপ্রিয়তা পেয়েছে গত আগস্ট মাসে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মাইলি সাইরাসের পারফরম্যান্সের পর৷

Deutschland Medien 65. Bambi-Verleihung in Berlin Verleihung Miley Cyrus
মাইলি সাইরাসছবি: picture-alliance/dpa

ই-সিগারেট: ধোঁয়া নেই, নেই ছাই৷ টক্সিনের মতো বিষ থাকলেও নেই তার বিষক্রিয়া৷ কিন্তু সেটিই মেটাচ্ছে ধূমপায়ীদের চাহিদা৷ বলছি ই-সিগারেটের কথা৷ তামাকের বিকল্প হিসেবে এ বছর ই-সিগারেটের বেশ চল ছিল৷ এটা ব্যাটারিচালিত এমন এক ডিভাইস, যা দেখতে সিগারেটের মতো হলেও ভেতরে নিকোটিন থাকে খুব সামান্য৷ নিকোটিনের কিছুটা গন্ধ আছে বলে মনে হবে সিগারেটই টানছেন, কিন্তু এর ফলে শরীরের ক্ষতি বলতে গেলে হবেই না৷ ব্যবহারকারীদের তালিকায় আছেন ‘টোয়াইলাইট' খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন৷ ২০০৮ সালে বাজারে ছাড়া ই-সিগারেট ২০১৩ সালে বিক্রি হয়েছে দ্বিগুন অর্থাৎ এ থেকে আয় হয়েছে ১ বিলিয়ন ডলার৷

গ্রাঞ্জ: আবারো ক্যাটওয়াকে গ্রাঞ্জ বা রকধর্মী কাপড়ের প্রদর্শনী করে আলোচনায় পোশাক ডিজাইনার হেডি স্লিমেন৷ এ বছর ক্যাটওয়াকে এমন সব পোশাক উপস্থাপন করেছিলেন তিনি, যা বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছে৷ সমালোচকদের কেউ কেউ এটিকে পুরোনো বললেও, বর্তমানে ব্যাপক জনপ্রিয় গ্রাঞ্জ৷ গ্র্যাঞ্জ অর্থাৎ পুরোনো ও নতুনের সমন্বয়৷ হেডির বেশিরভাগ নকশা করা পোশাকের মধ্যে জনপ্রিয় স্কিনি জিন্স, যা ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ব্যাপক জনপ্রিয়৷ আর বেবিডল পোশাক এবং স্লোপি কার্ডগানও, বাইকার বুটও কম জনপ্রিয় নয়৷ তবে সমালোচনার দিক থেকেও পিছিয়ে নেই এই ডিজাইনার৷ ‘ওমেনস ওয়ার ডেইলি' তাঁর কালেকশানকে মজার কিন্তু উদ্ভট বলে উল্লেখ করেছে৷

Elektronische Zigarette
ই-সিগারেট দিন দিন জনপ্রিয় হচ্ছেছবি: picture-alliance/dpa

ফেসবুক: ফেসবুকে ‘ক্যান্ডি ক্রাশ' খেলেননি এমন মানুষের সংখ্যা নিশ্চয়ই হাতে গোনা৷ অনলাইন গেমিং এর ক্ষেত্রে রীতিমত বিপ্লব ঘটিয়েছে গেমটি৷ উজ্জ্বল বর্নিল ক্যান্ডই গেমের আকর্ষণের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে৷ জরিপে দেখা গেছে, প্রতিদিন বিশ্বের অন্তত ৭০ কোটি মানুষ এটি খেলে থাকেন৷ এ যাবতকালে এটি বিক্রি করে আয় হয়েছে ৮ লক্ষ ৫০ হাজার ডলার৷ এ বছর অনলাইন গেমের চাহিদা যতটা বেড়েছে, অফলাইন গেমের চাহিদা ঠিক ততটাই কমেছে৷

ফেসবুক আর স্কাইপের প্রতিদ্বন্দ্বী:

এ বছর ফেসবুক আর স্কাইপের সাথে লড়াইয়ে নেমেছে চীনের ‘উইচ্যাট' এবং জাপানের ‘লাইন'৷ এই দুটির সুবিধা হলো ফ্রি কথা বলা, তাৎক্ষণিক ক্ষুদে বার্তা পাঠানো, ছবি ও ছোট দৈর্ঘ্যের ভিডিও পাঠানো৷ বর্তমানে ‘লাইন' ব্যাবহারকারীর সংখ্যা ২৩ কোটি৷ এমনকি ইউরোপেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে এটি৷ স্পেন, ফ্রান্স ও ইটালিতে লাইন ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৫০ লাখ৷ আর উইচ্যাট এরই মধ্যে ৫০ কোটি মানুষ ব্যবহার করছে৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য