1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রীম কোর্টেও ঝুলে রইলো কানিমোড়ির জামিনের আবেদন

১৩ জুন ২০১১

সুপ্রীম কোর্টে আজও টু-জি স্পেকট্রাম বণ্টন মামলায় অভিযুক্ত ডিএমকে সাংসদ কানিমোড়ির জামিনের ফায়সালা হলো না৷ মুলতুবি রইলো ২০শে জুন পর্যন্ত৷ এদিকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জয়ললিতা’কে নিয়ে উদ্বিগ্ন ডিএমকে৷

https://p.dw.com/p/11ZSM
Kanimozhi
টু-জি স্পেকট্রাম বণ্টন মামলায় অভিযুক্ত ডিএমকে সাংসদ কানিমোড়িছবি: UNI

টেলিকম দুর্নীতি মামলার অন্যতম আসামি ডিএমকে দলের সাংসদ কানিমোড়ির জামিনের আবেদন ২০শে জুন পর্যন্ত আজ মুলতুবি রাখলো সুপ্রীম কোর্ট৷ অর্থাৎ, সে পর্যন্ত, দিল্লির তিহার জেলে থাকতে হবে কানিমোড়িকে৷ এ সময়ের মধ্যে জামিনের বিষয়ে কেন্দ্রীয় তদন্থ সংস্থা সিবিআই'কে তাঁর বক্তব্য জানাতে বলেছে শীর্ষ আদালত৷ কানিমোড়ির আইনজীবী বলেন, আদালত নির্দিষ্ট কিছু তথ্য জানতে চেয়েছেন লিখিতভাবে৷ যেমন যে ২০০ কোটি টাকা ঘুস হিসেবে দেয়া হয়েছিল কানিমোড়ির কালাইনার টিভি'কে, সেটা এখন কোথায় আছে, কার কাছে আছে৷ ঐ টাকা উদ্ধার করা হয়েছে কিনা৷ দুর্নীতিকে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করে টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে সরকারের মোট কত টাকা লোকসান হয়েছে - তার হিসেব দিতে বলে শীর্ষ আদালত৷ এই মামলার আসামিকে আরো জেরা করার দরকার আছে কিনা - তা সিবিআই-এর কাছে জানতে চায় আদালত৷

আসামি পক্ষের আইনজীবী জানান, মামলার তদন্ত শেষ হযেছে৷ কাজেই কানিমোড়িকে আর জেরা করার দরকার নেই৷ তাঁর কথায়, আসামিকে এবার জামিন দেয়া হোক৷ আসামি মহিলা এবং তাঁর একটি স্কুলে পড়া বাচ্চা আছে বলেও জানান আইনজীবী৷

J. Jayalalitha, DMK
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হতে দিল্লি যাওয়ায় উদ্বিগ্ন ডিএমকে দলছবি: picture alliance/dpa

স্বাভাবিকভাবেই, সিবিআই'এর তদন্তে ডিএমকে দলের নাভিশ্বাস৷ আর পরের লক্ষ্য ডিএমক'এর অপর মন্ত্রী দয়ানিধি মারান৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে এমাসেই৷ কেন্দ্রে ডিএমকে কংগ্রেস জোট সরকারের শরিক দল হয়েও কানিমোড়ি ও এ. রাজাকে জেলে পাঠানোর জন্য একদিকে মনমোহন সিং সরকারের সমালোচনা, অন্যদিকে তামিলনাড়ুতে নির্বাচনি ভরাডুবির জন্য ডিএমক'এর টেলিকম দুর্নীতিকে কংগ্রেস দায়ি করায় দু'দলের সম্পর্ক এখন তলানিতে৷

এই অবস্থায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জয়ললিতা আজ দিল্লি আসায় ডিএমকে উদ্বিগ্ন৷ শুধু তাই নয়, রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা দেখতে পাচ্ছে অনেকে৷ উল্লেখ্য, প্রাক-নির্বাচনকালে আসন রফা নিয়ে ডিএমকে সরকার থেকে বেরিয়ে যাবার হুমকি দেয়ায়, জয়ললিতা সেক্ষেত্রে কংগ্রেস জোট সরকারকে সমর্থন দেবার কথা বলেছিলেন৷ আগামিকাল জয়ললিতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন৷ সাক্ষাৎ করার কথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়,নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য