1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত হত্যাকাণ্ড!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ জানুয়ারি ২০১৩

সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত৷ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, উভয় দেশ এইসব ঘটনার তদন্ত করবে৷ তবে মানবাধিকার কর্মীদের কথায়, দুঃখ প্রকাশ বা তদন্ত যথেষ্ঠ নয়৷

https://p.dw.com/p/17H1w
ছবি: AFP/Getty Images

নতুন বছরের শুরুতেই প্রথম দু'দিনে সীমান্তে বিএসএফ-এর হাতে চারজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে সহজভাবে নেয়নি সরকার৷ তাই বাংলাদেশ ভারতের কাছে এর লিখিত প্রতিবাদ জানায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে জানান যে, ভারত এর জবাবে দুঃখ প্রকাশ করেছে৷

গত বছরও ৩৫ জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ-এর হাতে নিহত হন৷ আর তার আগের বছর নিহত হয়েছিলেন ৩১ জন৷ তাই মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান ভারতের এই দুঃখ প্রকাশকে যথেষ্ঠ মনে করেন না৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, সীমান্ত হত্যা বন্ধে আরো আন্তরিক হতে হবে ভারতকে, নিতে হবে কার্যকর ব্যবস্থা৷

Indien Schmuggel RInder Markt
ভারত-বাংলাদেশ সীমান্তে নিহত অনেকে নেহাতই গরুর ব্যবসায়ী...ছবি: Shaikh Azizur Rahman.

এদিকে, বুধবার রাতেও সীমান্ত থেকে একজন বাংলাদেশি নাগিরককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে৷ জানা গেছে, চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্ত থেকে রিপন নামে এক যুবককে পুটখালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়৷ সে কাটাতারের বেড়া পার হচ্ছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান