সীমান্ত হত্যাকাণ্ড!
১০ জানুয়ারি ২০১৩নতুন বছরের শুরুতেই প্রথম দু'দিনে সীমান্তে বিএসএফ-এর হাতে চারজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে সহজভাবে নেয়নি সরকার৷ তাই বাংলাদেশ ভারতের কাছে এর লিখিত প্রতিবাদ জানায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে জানান যে, ভারত এর জবাবে দুঃখ প্রকাশ করেছে৷
গত বছরও ৩৫ জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ-এর হাতে নিহত হন৷ আর তার আগের বছর নিহত হয়েছিলেন ৩১ জন৷ তাই মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান ভারতের এই দুঃখ প্রকাশকে যথেষ্ঠ মনে করেন না৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, সীমান্ত হত্যা বন্ধে আরো আন্তরিক হতে হবে ভারতকে, নিতে হবে কার্যকর ব্যবস্থা৷
এদিকে, বুধবার রাতেও সীমান্ত থেকে একজন বাংলাদেশি নাগিরককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে৷ জানা গেছে, চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্ত থেকে রিপন নামে এক যুবককে পুটখালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়৷ সে কাটাতারের বেড়া পার হচ্ছিল৷