1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তাল সিরিয়া

৪ আগস্ট ২০১২

সিরিয়ার বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর সরকারি টেলিভিশন কেন্দ্র দখলের চেষ্টা করেছে৷ এদিকে রাজধানী দামেস্কে বোমাবর্ষণ করছে সরকারি বাহিনী৷ সব মিলিয়ে আরও একটি উত্তপ্ত দিন কাটলো সিরিয়ায়৷

https://p.dw.com/p/15jyL
ছবি: Reuters

বিদ্রোহীরা শনিবার সকালে আলেপ্পোর ঐ টিভি কেন্দ্রের নিকটে একটি বিস্ফোরক স্থাপন করে৷ কিন্তু খবর পেয়ে সরকারি বাহিনী গোলা নিক্ষেপ করে বিদ্রোহীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়৷

লন্ডন ভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এসওএইচআর এর কর্মকর্তা রামি আবদেল রহমান দিয়েছেন এ তথ্য৷ তিনি বলেন, আলেপ্পোয় বিদ্রোহীদের দখলে থাকা সালাহেদ্দীন ও সাইফ-আল-দৌলা এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চরম সংঘর্ষ হয়েছে৷

এদিকে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় তাদামুন এলাকায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর দিয়েছে এসওএইচআর৷ এসব ঘটনায় সিরিয়া জুড়ে আজ ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷ শুক্রবার নিহতের সংখ্যা ছিল ৮৪৷ যার মধ্যে ৪৬ জনই সাধারণ মানুষ৷

এসওএইচআর এর হিসেবে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক লোক নিহত হয়েছে৷ সংখ্যাটা ৪,২৩৯৷ যার বেশিরভাগই সাধারণ নাগরিক৷ জুন মাসে যে সংখ্যক লোক নিহত হয়েছে সেটা ছিল দ্বিতীয় সর্বোচ্চ৷ এ কারণে সংস্থাটি বলছে দিনদিন সিরিয়ার পরিস্থিতি খারাপ হচ্ছে৷ সব মিলিয়ে গত ১৭ মাসের সংঘাতে এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷

এদিকে সিরিয়ার ব্যাপারে কোনো একক সিদ্ধান্ত নিতে না পারায় নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ৷ মূলত রাশিয়া আর চীনের ভেটোর কারণে সিরিয়ার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না নিরাপত্তা পরিষদ৷ দেশ দুটি জাতিসংঘের ভোটাভুটিতে মোট তিনবার সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে৷

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন অভিযোগ করেন, যেসব দেশ জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে তারা সেদেশের বিদ্রোহীদের একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছে৷ চীনের উপ-রাষ্ট্রদূত ওয়াং মিন বলেন, শুধুমাত্র বিদ্রোহীদের সমর্থনের ব্যাপারটি সিরিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলবে৷ এবং এই সমস্যা সিরিয়া ছাড়িয়ে ঐ অঞ্চলের আরও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে৷

এদিকে জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে, সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলো বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে৷

জেডএইচ/আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য