ওবামার গোপন চুক্তি
২ আগস্ট ২০১২
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর বলছে, বিদ্রোহীরা একটি ট্যাঙ্ক দিয়ে ঐ ঘাঁটিতে হামলা করে৷ বিদ্রোহীরা ক’দিন আগে এই ট্যাঙ্কটিই সরকারি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল৷
বিদ্রোহীদের সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গোপন একটি চুক্তিতে সই করেছেন বলে সিএনএন আর এনবিসি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে৷ তবে মার্কিন বাহিনী কীভাবে এই সহায়তার কাজটি করবে তা জানা যায়নি৷
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনো ক্ষমতায় থাকলেও এখনই ‘আসাদ বিহীন সিরিয়া’ কীভাবে চলবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে৷ জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লেওন প্যানেটা বৃহস্পরতিবার নিজেদের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন৷
তাদের মধ্যে কী কথা হয়েছে সে সম্পর্কে পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, সিরিয়ার উপর বর্তমানে যে আন্তর্জাতিক চাপ রয়েছে সেটা বলবৎ রাখতে হবে৷ যতদিন পর্যন্ত না প্রেসিডেন্ট আসাদ সরে যাচ্ছেন, ততদিন পর্যন্ত চাপ দিয়ে যেতে হবে৷ সিরিয়ার জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার রাখে বলে মনে করেন ঐ দুই নেতা৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জর্ডান একসঙ্গে কাজ করবে বলেও একমত পোষণ করেছেন তাঁরা৷
উল্লেখ্য, জর্ডানে প্রায় দেড় লক্ষ সিরীয় নাগরিক আশ্রয় নিয়ে আছে৷ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ সিরীয় বর্তমানে অন্যান্য দেশে আশ্রয় নিয়ে আছে৷
এদিকে, এসওএইচআর সংস্থা বলছে, দামেস্কের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকা থেকে বুধবার প্রায় একশো জন তরুণকে ধরে নিয়ে যায় সরকারি বাহিনী৷ এদের ৪৩ জনের লাশ পাওয়া গেছে৷ মৃতদেহগুলোতে পাওয়া গেছে নির্যাতনের চিহ্ন৷ এছাড়া কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি৷
সিরিয়া নিয়ে জাতিসংঘে শুক্রবার আবারও একটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে৷ আরব লিগের তৈরি করা ঐ নিষেধাজ্ঞা প্রস্তাবে প্রেসিডেন্ট আসাদকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে৷ এর আগেও এ ধরণের প্রস্তাব নিয়ে ভোট হয়েছে৷ তবে রাশিয়া আর চীন বরাবরই তাতে ভেটো দিয়েছে৷ এবারও তেমনটাই করবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে রাশিয়া৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের নেতৃত্বে তৈরি করা ঐ প্রস্তাবটি ‘ভারসাম্যহীন’৷
প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে গত প্রায় ১৭ মাস ধরে সিরিয়ায় বিক্ষোভ চলছে৷ এসব ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা৷
জেডএইচ / ডিজি (এএফপি)