1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ৩

২৯ মে ২০১২

অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’এর কর্মীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/1540K
ছবি: DW/S.K.Dey

বনানী থানার ওসি মামুন অর রশীদ মঙ্গলবার দুপুরে জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানবসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন৷ এজাহারে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি৷

সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নীচে সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাথাড়ি কোপায় সন্ত্রাসীরা৷ হামলায় গুরুতর আহত হন অফিস সহকারী রুহুল আমিনও৷ তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ওই ঘটনার পরপরই পুলিশ ও ব়্যাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে আসে এবং তদন্ত শুরু করে৷

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মাসুদুর রহমান জানান, হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম সৌরভ, হোসেন ও ইলিয়াস নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ের সামনে এভাবে দুই সাংবাদিক ও এক সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার খবর শুনে খালেদা জিয়া এর নিন্দা জানান৷ তিনি বলেন, ‘‘এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার আরেকটি ন্যক্কারজনক নজির৷''

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য