সাগর-রুনি হত্যাকাণ্ড
১৫ মে ২০১২জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মঙ্গলবার সকালে সাংবাদিকরা সচিবালয়ের দিকে রওয়ানা দিলে, পুলিশ অন্তত তিন দফা তাদের বাধা দেয়৷ সেই বাধা উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালায় ঘেরাও কর্মসূচি পালন করেন সাংবাদিকরা৷ কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভন্ন সংগঠনের নেতা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন৷ সংবাদপত্রের সম্পাদকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন৷
এক ঘণ্টার ঘেরাও কর্মসূচি চলাকালে, সাংবাদিক নেতারা তাদের বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন৷ শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিও করেন তারা৷ বলেন, প্রয়োজনে সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় মিডিয়া ট্রায়েল করা হবে৷
ঘেরাও কর্মসূচি থেকে ৫ই জুন জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি এবং ২৬শে জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কথা ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী৷
এরপরও সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে, বাংলাদেশের সব ধরণের সংবাদ মাধ্যমে কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি৷
গত ১১ই ফেব্রুয়ারি ভোররাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাঁদের ঢাকার বাসায় হত্যা করে দুর্বৃত্তরা৷ তিন মাস পার হলেও এখনও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করা হয়নি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ