1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিককে গায়েব করতে না পেরে নির্যাতনের অভিযোগ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৬ জানুয়ারি ২০২৩

বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এক সাংবাদিককে আটকের পর পুলিশ হেফাজতে ইলেকট্রিক শক দেয়ার অভিযোগ উঠেছে৷ সাংবাদিক রঘুনাথ খাঁ-র বিরুদ্ধে পুলিশের অভিযোগ তিনি ককটেল মেরেছেন এবং চাঁদাবাজি করেছেন৷

https://p.dw.com/p/4MjSd
Frankreich Protest der Polizei in Paris
ছবি: picture-alliance/NurPhoto/J. Gilles

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি এবং বাংলা ৭১ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথকে সোমবার সাতক্ষীরা জেলা সদর থেকে আটক করা হয়, তবে গ্রেপ্তার দেখানো  হয় পাশের উপজেলা দেবহাটা থানায়৷ মঙ্গলবার বিকেলে তাকে আদালতে তোলা হলেও তার পরিবারকে মামলার নথি না দেয়ায় এখনো জামিনের আবেদন করা যায়নি৷

দুই কানে ইলেকট্রিক শক!

সাংবাদিক রঘুনাথের স্ত্রী  সুপ্রিয়া রাণী খাঁ বৃহস্পতিবার দুপুরে ডয়চে ভেলেকে বলেন, তিনি আতঙ্কে আছেন৷ তিনি জানান, মঙ্গলবার বিকেলে রঘুনাথ খাঁ-কে যখন আদলতে আনা হয় তখন তার সঙ্গে দেখা ও কথা হয়েছে৷ সুপ্রিয়া রানী খাঁ বলেন, ‘‘তাকে যখন আদালতে আনা হয় তখন তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না৷ দাঁড়িয়ে থাকতেও তার কষ্ট হচ্ছিল৷’’ 

সুপ্রিয়া রানী খাঁ-র দাবি রঘুনাথ জানিয়েছেন তার ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে পুলিশ, ‘‘তিনি আমাকে জানান, তার কানে ইলেকট্রিক শক দেয়া হয়েছে৷ তার ঘাড়ে আঘাত করা হয়েছে ৷ হাতের আঙুল ভেঙে দেয়া হয়েছে৷ হাতের তালু, পায়ের তালু মেরে ফাটিয়ে দেয়া হয়েছে৷ থানায় তার কোনো চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি৷ কারাগারে পাঠানোর পর আমরা সেখানকার চিকিৎসকের সঙ্গে কথা বলে বাইরে থেকে ওষুধ কিনে পাঠিয়েছি৷’’

সাংবাদিকরাও সহায়তা করছেন না ভয়ে: সুপ্রিয়া রানী

সাংবাদিকের স্ত্রীর আরো দাবি, ‘‘তাকে (রঘুনাথ খাঁ) গায়েব করে দিতো৷ কিন্তু তাকে আটকের পর আমি সব ভয় ভুলে গিয়ে তাকে রক্ষার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করি৷ তাই শেষ পর্যন্ত গায়েব করতে পারেনি৷ আটকের সাত ঘণ্টা পর মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখায়৷’’

সুপ্রিয়া রানী ডয়চে ভেলেকে বলেন, ‘‘মঙ্গলবার বিকেলে আদালতে দেখা হওয়ার পর তিনি (রঘুনাথ খাঁ) আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন৷ বলেন, ‘আমার কিছু রাখেনি৷ আমাকে আর পাওয়া যেতো না৷ শুধু ঈশ্বরের কৃপা আর সবাই জেনে যাওয়ায় আমি এখনো আছি৷’’

রঘুনাথকে অন্তত দু’দফা নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে- প্রথমে এসপি অফিসে, তারপরে থানায়৷

প্রথমে ডয়চে ভেলের প্রতিবেদকের সঙ্গে ভয়ে কথা বলতে চাননি সুপ্রিয়া রানী৷ পরে সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পর তিনি বলেন, ‘‘আমরা এখন ভয় আর আতঙ্কে আছি৷ সাংবাদিকরাও সহায়তা করছেন না ভয়ে৷ জামিনের জন্য আইনজীবী পাবো কিনা জানি না৷ যারা সহায়তা করবে, তাদের সবাইকেই হুমকি দেয়া হচ্ছে৷’’

কথিত অভিযোগ ও আটকের পূর্বাপর

রঘুনাথ খাঁ সোমবার ভোরে পেশাগত প্রয়োজনে ভাড়া করা মোটরসাইকেলে চড়ে দেবহাটার খলিসাখালী যান৷ সেখানে সরকারের এক হাজার ৩০০ একর খাস জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী ও ভূমিহীনদের দ্বন্দ্ব চলছিল৷ ভূমিহীনরা ওই জমিতে অবস্থান করতে চান আর প্রভাশালীরা দখলে নিতে চান৷ এ নিয়ে উত্তেজনা চলছিল৷ সুপ্রিয়া রানী খাঁ বলেন, ‘‘সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাতক্ষীরা শহরে ফিরে বাজার থেকে আমাকে ফোন করেন৷ এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক তারেক আমাকে ফোন করে বলে তাকে (রঘুনাথ) বাসায় ফেরার পথে পুলিশ ধরে নিয়ে গেছে৷ তাকে ধরা হয় পিএন হাইস্কুল ও দিবা-নৈশ  কলেজ মোড় এলাকা থেকে৷ তারপর আমি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি৷ কোথায় আছে তা-ও জানতে পারিনি৷ পরের দিন বিকেলে আদালতে আনা হলে তার সঙ্গে আমার দেখা হয়৷’’

সাংবাদিক রঘুনাথ খাঁ৷
সাংবাদিক রঘুনাথ খাঁ৷ছবি: privat

রঘুনাথ খাঁ-কে সাতক্ষীরা সদর থেকে আটক করা হলেও তার বিরুদ্ধে মামলা হয় ৩০  কিলোমিটার দূরের আরেক থানা দেবহাটায়৷ মামলা করা হয় আটকের সাত ঘণ্টা পর৷ তারও চার ঘন্টা পরে তাকে আটকের কথা স্বীকার করে পুলিশ৷ এর আগ পর্যন্ত পুলিশ সাংবাদিকদের কাছে আটক বা গ্রেপ্তারের কথা পুরোপুরি অস্বীকার করে৷ আটকের পর রঘুনাথের বিরুদ্ধে বিস্ফোরক আইন ও চাঁদাবাজির দুটি মামলা করা হয়৷ দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন,‘‘দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ রঘুনাথ খাঁ ও তার তিন সহযোগীকে আটক করে৷ তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক ও নাশকতার মামলা করেছে৷ এছাড়া স্থানীয় এক ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন৷’’

শেখ ওবায়দুল্লাহর দাবি, ‘‘রঘুনাথ খুব খারাপ লোক৷ এর আগে একটি মামলায় তার চার বছরের কারাদণ্ড হয়েছে৷ তবে সেটা নাকি স্টে আছে৷’’

রঘুনাথকে সাতক্ষীরা শহর থেকে আটকের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘‘তাকে দেবহাটা থেকেই আটক করা হয়৷ আর তাকে কোনো নির্যাতন করা হয়নি৷ তার স্ত্রী তো অভিযোগ করবেই, এরকম অভিযোগ তো অনেকেই করতে পারেন৷’’

অন্যদিকে রঘুনাথের স্ত্রী বলেন, ‘‘তিনি (রঘুনাথ) প্রশাসনের রোষানলে ছিলেন৷ তিনি তাদের বিরুদ্ধে অনেক রিপোর্ট করায় তারা তার ওপর ক্ষুব্ধ ছিলেন৷ স্থানীয় সাংবাদিকদের মধ্যেও পুলিশ প্রশাসনের পক্ষ-বিপক্ষ নিয়ে অনেক গ্রুপিং আছে৷ এইসব মামলা তারই ফল৷ আমাদের তেমন কিছু নেই৷ আমার স্বামী পেশাগত কাজে ব্যবহারের জন্য চেষ্টা করেও একটি মোটরসাইকেল কিনতে পারেননি৷ একটি ভাঙা বাড়িতে কোনোমতে থাকি৷ আমাদের দুই ছেলে-মেয়ে৷ ছেলেটি ঢাকায় পড়াশুনা করে আর মেয়েটি আমাদের সঙ্গে থাকে৷’’

তার কী পরিমাণ সম্পদ আছে জানতে চাইলে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি বলেন, ‘‘না, তার তেমন কোনো সম্পদ বা অর্থ-বিত্ত নেই৷’’

তাকে কোনো নির্যাতন করা হয়নি: শেখ ওবায়দুল্লাহ

প্রেসক্লাব সভাপতি এবং মানবাধিকার কর্মী এখনো জানার অপেক্ষায়

রঘুনাথকে আটক ও নির্যাতনের ব্যাপারে সাতক্ষীরার সাংবাদিকদের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তাদের তরফ থেকে কোনো প্রতিবাদের কথাও জানা যায়নি৷ তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাংবাদিক ডয়চে ভেলেকে বলেন, এ মুহূর্তে সাংবাদিকরা ‘চাপ ও হুমকির মুখে'  প্রতিবেদনও  লিখতে পারছেন না, যারা প্রতিবেদন লিখেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে৷ দেশের একটি শীর্ষ দৈনিকের সাতক্ষীরা প্রতিনিধিকে এসপি অফিসে ডেকে নিয়ে আর  প্রতিবেদন না করার জন্য হুমকি দেয়া হয়েছে বলেও দাবি করেন তারা৷

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে প্রসঙ্গটি এড়িয়ে যান৷ রঘুনাথ খাঁ-কে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘রঘুনাথের স্ত্রী আমাদের কিছু জানায়নি৷’’

সাতক্ষীরার মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, ‘‘আমরা তাকে (রঘুনাথ খাঁ) গ্রেপ্তার ও নির্যাতনের ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না৷ তদন্ত করার পর বলতে পারবো৷’’

পুলিশ সুপারের ‘অন্যরকম' দাবি

এদিকে কমিটি টু প্রোটেক্ট জার্নাালিস্ট (সিপিজে) এক প্রতিবেদনে দাবি করেছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর আগে রঘুনাথকে তার প্রতিবেদেনের কারণে একাধিকবার গ্রেপ্তারের হুমকি দিয়েছেন৷ রঘুনাথের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করে প্রতিবেদনে আরো বলা হয়, বিষয়টি রেঞ্জ ডিআইজিকে জানিয়েছিলেন রঘুনাথ, তবে কোনো প্রতিকার পাননি৷

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘‘কোনো সাংবাদিককে আমি হুমকি দেইনি৷ এখন তো সাংবাদিকরা আমাকে হুমকি দিচ্ছে যে, আমি রঘুনাথকে কেন গ্রেপ্তার করেছি৷ যে যা-ই বলুক আমি আমার দায়িত্ব পালন করে যাবো৷’’

তিনি দাবি করেন, ‘‘রঘুনাথ সরকারের বিরুদ্ধে কাজ করছে৷ তার বিরুদ্ধে অনেক মামলা আছে৷ সে সন্ত্রাসীদের নিয়ে বোমা ফাটিয়ে ঘের দখল করতে গিয়েছিল৷ পুলিশ তাকে হাতেনাতে ধরেছে৷’’

রঘুনাথ খাঁ প্রশাসনের নানা অনিয়ম নিয়ে অনেক দিন ধরেই রিপোর্ট করছেন: নূর খান

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘অবশ্যই তাকে রিমান্ডে আনা হবে৷ সরকারের বিরুদ্ধে যত কাজ আছে সবই সে করছে৷ তার বিরুদ্ধে আরো অনেক মামলা আছে৷’’

রঘুনাথকে তিনি চাঁদাবাজ দাবি করলে প্রশ্ন করা হয়- তাহলে তার অর্থ-বিত্ত নেই কেন? জবাবে তিনি বলেন, ‘‘ডাকাত কখনো ধনী হয় না৷’’ রঘুনাথ খাঁ-কে নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তিনি৷

রঘুনাথ প্রতিহিংসার শিকার : নূর খান

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক নূর খান বলেন, ‘‘রঘুনাথ খাঁ’র ব্যাপারে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল৷ তিনি প্রশাসন, বিশেষ করে পুলিশের নানা অনিয়ম নিয়ে অনেক দিন ধরেই রিপোর্ট করছেন৷ তিনি পুলিশের রোষানলে ছিলেন৷ সোমবার সেই কারণেই তাকে আটক করা হয়৷ পুলিশ, বিশেষ করে এসপি সাহেবের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি৷ সংবাদ মাধ্যমে তাকে নির্যাতনের যে তথ্য প্রকাশিত হয়েছে তা বর্বরোচিত ও নৃশংস৷ এর জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি৷’’ 

তিনি বলেন, ‘‘এসপি সাহেব যে ভাষায় ওই সাংবদিকের বিরুদ্ধে কথা বলছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ তার আচরণ এবং কথায় মনে হচ্ছে, তাদের কোনো জবাবদিহিতা নেই৷ তিনি যা খুশি তা করতে পারেন৷ সরকারের উচিত এর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া৷’’

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য