1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনার মুখে ‘দ্যা আয়রন লেডি’

৭ জানুয়ারি ২০১২

ব্রিটিশ প্রাধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মেরিল স্ট্রিপের ভক্ত৷ ‘দ্যা আয়রন লেডি’ ছবির নাম ভূমিকায় তিনি৷ কিন্তু মার্গারেট থ্যাচার বেঁচে থাকা অবস্থায় তাঁকে নিয়ে ছবি করার বিষয়টাকে কোন মতেই সমর্থন করছেন না ক্যামেরন৷

https://p.dw.com/p/13fek
David Cameron und Margaret Thatcher in der Downing Street
মার্গারেট থ্যাচার ও ডেভিড ক্যামেরনছবি: picture-alliance/photoshot

শুক্রবার ডেভিড ক্যামেরন জানান,‘‘দ্যা আয়রন লেডি' ছবিটি এখনই করা ঠিক হয়নি৷ মার্গারেট থ্যাচারের মৃত্যুর পর এরকম এক ছবি করা নিয়ে চিন্তা ভাবনা করা উচিৎ ছিল৷'' বলা প্রয়োজন, শুক্রবারই ব্রিটেনে ‘দ্যা আয়রন লেডি' মুক্তি পেয়েছে৷ এবং ছবিটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি৷

মার্গারেট থ্যাচারের বয়স এখন ৮৬৷ তিনি ভীষণভাবে অসুস্থ৷ তিনি জনসম্মুখে একেবারেই আসেন না৷ তিনি ডেমেনশিয়া রোগে ভুগছেন৷ তিনি সারাক্ষণই বিড়বিড় করে তাঁর মৃত স্বামীর সঙ্গে কথা বলেন৷ তিনি অনেককেই চিনতে পারেন না৷ অনেক কিছুই ভুলে গেছেন পুরোপুরি৷ 

ক্যামেরন ছবিটি দেখেছেন৷ তিনি জানান,‘‘মেরিল স্ট্রিপ অসাধারণ অভিনয় করেছেন৷ কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না ঠিক এই এসময়ে কেন মার্গারেট থ্যাচারকে নিয়ে ছবি করা এত জরুরি!'' তিনি আরো জানান,‘‘ছবিতে মর্গারেট থ্যাচারের রাজনৈতিক জীবনের চেয়ে তার বর্তমান জীবনকে তুলে ধরা হয়েছে বেশি৷ তিনি অসুস্থ এবং তিনি স্মৃতিচারণ করছেন তার অতীতের৷ তবে আমার মনে হয় ছবিটি তৈরির জন্য আরো কিছুদিন অপেক্ষা করা যেত৷''

ছবিটির জন্য মেরিল স্ট্রিপ অস্কার পেতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে৷ যদি তিনি অস্কার জেতেন তাহলে তা হবে তার তৃতীয় অস্কার বিজয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য