‘সমতার নীতিতে’ সমাধান
৭ নভেম্বর ২০১২খালেদা জিয়া ভারত সফর করে দেশে ফিরেছেন গত শনিবার৷ আর তার তিন দিন পর, অর্থাৎ মঙ্গলবার, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ সংবাদ সম্মেলনে খালেদা জিয়া উপস্থিত ছিলেন না৷ উপস্থিত ছিলেন তাঁর সফর সঙ্গীরা৷ খালেদা জিয়ার ভারত সফর নিয়ে কথা বলেন সফরসঙ্গীদের একজন এবং বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ৷ তিনি জানান, এই সফরের কারণে বিএনপি'র ভারত নীতিতে কোনো পরিবর্তন আসবে না৷ তাঁরা চান সমতার ভিত্তিতে সব সমস্যার সমাধান৷ তাঁর কথায়, অন্যায়ের প্রতিবাদ করা বা প্রাপ্য জিনিস দাবি করা ভারত বিরোধিতা নয়৷
তিনি জানান, তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধসহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে ভারতীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া৷ ভারত বলেছে যে যৌথ সমীক্ষা ছাড়া টিপাইমুখ বাধ নির্মাণ করা হবে না৷ আর খালেদা জিয়া ট্রানজিট নয়, ‘কানেকটিভিটি' নিয়ে কথা বলেছেন৷
তরিকুল ইসলাম বলেন, খালেদা জিয়া ভারতকে চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর নির্মাণে অংশীদার হওয়ার অনুরোধ করেছেন৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার এই ভারত সফর দেশের স্বার্থে৷ তাই এ নিয়ে তাদের শরীক জামায়াতে ইসলামীর নাখোশ হওয়ার কিছু নেই৷
তরিকুল ইসলাম এ কথাও জানান যে, খালেদা জিয়া ভারত সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আসন্ন নির্বাচন এবং নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো কথা বলেন নি বা আলোচনা করেন নি৷