খালেদার ভারত সফর
২ নভেম্বর ২০১২বিএনপি দলনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় সফরে ভারতে যান গত ২৮শে অক্টোবর৷ তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই, জাতীয় নিরপত্তা বিষয়ক উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে বৈঠক করেন৷ শনিবার, অর্থাৎ আগামীকাল তিনি ঢাকায় ফিরছেন৷
বৈঠকে বাংলাদেশের মাটিকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেয়ার কথা বলে খালেদা জিয়া এখন দেশে-বিদেশে তুমুল আলোচিত৷ আর বিএনপি'র চেয়ারপার্সনের নতুন এই অবস্থান নিয়ে কথা বলেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ তিনি বলেন, ‘‘ভারত এগিয়ে এসেছে বলে বিএনপিও এগিয়ে গেছে৷ আর এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সুসম্পর্ক রচিত হলো৷ এরপর সমতার ভিত্তিতে সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা হবে৷ এই যুগে যুদ্ধ করে কিছু হয় না৷''
তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম খালেদা জিয়ার ভারত সফরকে কোনো গুরুত্বই দিতে চান না৷ তিনি বলেন, বিএনপি অতীতে বার বার ভারতের নিরাপত্তা বিঘ্নিত করেছে৷ তাই ভারতের জনগণ তা কখনোই ভুলবে না৷
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো কখনো গতিহীন হয়ে পড়ে৷ আসলে সম্পর্ক সব সময় গতিশীল থাকা উচিত৷ তাই খালেদা জিয়ার সফরের মধ্য দিয়ে এই সম্পর্কে একটি ধারাবাহিক গতিশীলতা সৃষ্টি হবে বলে মনে করেন অধ্যাপক আহমেদ৷
এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে চীন ও ভারত সফরের পর আগামী ২/৩ মাসের মধ্যেই খালেদা জিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে যাবেন৷