‘সমকামীদের প্রতি বিদ্বেষ কমেনি’
১৩ জুন ২০১৬এ ঘটনায় প্রেসিডেন্ট ওবামাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷
বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ওমর মতিন নামে ২৯ বছর বয়সি এক যুবক রোববার রাতে পালস নামের ওই ক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়৷ পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই নাগরিকের চালানো গুলিতে নিহত হন ৫০ জন৷ আহত হন আরও ৫৩ জন৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস ঘটনার দায় স্বীকার করেছে৷ এ ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল সব রাষ্ট্রীয় দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷
পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে বৈধভাবেই কিছু অস্ত্র কিনেছিলেন মতিন৷ গত নয় বছর ধরে বেসরকারি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান জিফোরএস-এর হয়ে কাজ করার কারণেও সঙ্গে অস্ত্র রাখতেন৷ তার সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি গণমাধ্যমকে বলেছেন, মতিন মানসিকভাবে ছিলেন অস্থির ও বদমেজাজি৷ রোববারের ঘটনার পর অরল্যান্ডে সিটি ও অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷
বাংলাদেশসহ বিশ্বের গণমাধ্যমগুলোতে আজও শিরোনামে রয়েছে খবরটি...
সিএনএন-এর প্রতিবেদন নিহত ১৮ জনের পরিচয় মিলেছে৷
ওবামা যা বললেন...
টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, নিহতদের স্মরণে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রংধনুর আলোতে সজ্জিত৷
দ্য ইন্ডেপেন্ডেন্ট লিখেছে, ৫০ জনের এই মৃত্যু প্রমাণ করে সমকামীদের এখনো মানুষ ঘৃণা করে৷
টাইম প্রশ্ন রেখেছে আমরা কি আসলেই অরল্যান্ডর ঘটনার জন্য একসাথে কাঁদছি?
বিবিসি ওয়ার্ল্ড নিহত একজনের এসএমএস তুলে দিয়েছে৷ যেখানে তার মা কে শ্যুটিং-এর পরিস্থিতি জানাচ্ছে৷
রয়টার্স সন্দেহভাজনের ছবি দিয়ে লিখেছে...
বিবিসি ওয়ার্ল্ডের প্রতিবেদন, হামলাকারীর প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিলো না৷
এনডিটিভির প্রতিবেদন এ ঘটনার জন্য প্রেসিডেন্ট ওবামাকে পদত্যাগ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প৷
প্রখ্যাত সংগীত শিল্পী লেডি গাগা টুইটারে লিখেছেন, অনেক মানুষের জন্যই এ ঘটনা আতঙ্কের এবং ভয়াবহ৷
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, পৃথিবীতে শান্তি আসুক৷
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ