1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সমকামীদের প্রতি বিদ্বেষ কমেনি’

১৩ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে রোববার সমকামীদের নৈশক্লাবে ঢুকে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো বিশ্ব৷

https://p.dw.com/p/1J5YW
USA Gay-Pride-Parade in Los Angeles - Trauer nach Attentat in Orlando
ছবি: Reuters/D. McNew

এ ঘটনায় প্রেসিডেন্ট ওবামাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ওমর মতিন নামে ২৯ বছর বয়সি এক যুবক রোববার রাতে পালস নামের ওই ক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়৷ পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই নাগরিকের চালানো গুলিতে নিহত হন ৫০ জন৷ আহত হন আরও ৫৩ জন৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস ঘটনার দায় স্বীকার করেছে৷ এ ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল সব রাষ্ট্রীয় দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷

পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে বৈধভাবেই কিছু অস্ত্র কিনেছিলেন মতিন৷ গত নয় বছর ধরে বেসরকারি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান জিফোরএস-এর হয়ে কাজ করার কারণেও সঙ্গে অস্ত্র রাখতেন৷ তার সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি গণমাধ্যমকে বলেছেন, মতিন মানসিকভাবে ছিলেন অস্থির ও বদমেজাজি৷ রোববারের ঘটনার পর অরল্যান্ডে সিটি ও অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷

বাংলাদেশসহ বিশ্বের গণমাধ্যমগুলোতে আজও শিরোনামে রয়েছে খবরটি...

সিএনএন-এর প্রতিবেদন নিহত ১৮ জনের পরিচয় মিলেছে৷

ওবামা যা বললেন...

টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, নিহতদের স্মরণে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রংধনুর আলোতে সজ্জিত৷

দ্য ইন্ডেপেন্ডেন্ট লিখেছে, ৫০ জনের এই মৃত্যু প্রমাণ করে সমকামীদের এখনো মানুষ ঘৃণা করে৷

টাইম প্রশ্ন রেখেছে আমরা কি আসলেই অরল্যান্ডর ঘটনার জন্য একসাথে কাঁদছি?

বিবিসি ওয়ার্ল্ড নিহত একজনের এসএমএস তুলে দিয়েছে৷ যেখানে তার মা কে শ্যুটিং-এর পরিস্থিতি জানাচ্ছে৷

রয়টার্স সন্দেহভাজনের ছবি দিয়ে লিখেছে...

বিবিসি ওয়ার্ল্ডের প্রতিবেদন, হামলাকারীর প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিলো না৷

এনডিটিভির প্রতিবেদন এ ঘটনার জন্য প্রেসিডেন্ট ওবামাকে পদত্যাগ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প৷

প্রখ্যাত সংগীত শিল্পী লেডি গাগা টুইটারে লিখেছেন, অনেক মানুষের জন্যই এ ঘটনা আতঙ্কের এবং ভয়াবহ৷

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, পৃথিবীতে শান্তি আসুক৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য