1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মগোপন করছেন সমকামীরা

১৯ মে ২০১৬

বাংলাদেশে দুই সমকামী অ্যাক্টিভিস্টকে হত্যার কয়েক সপ্তাহের মধ্যেই আরেক অ্যাক্টিভিস্টকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ এদিকে, প্রাণ বাঁচাতে ইতোমধ্যে আত্মগোপন করেছেন অনেকে৷

https://p.dw.com/p/1Iq4B
একটি সমকামী জুটি
ছবি: Reuters/C. Tilley

‘‘নিজের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেও৷ যা ইচ্ছা করছে তা খেয়ে প্রস্তুত হও৷ কেউ তোমাকে রক্ষা করতে পারবে না'', ঢাকায় নিহত সমকামী অ্যাক্টিভিস্টদের এক বন্ধুকে এভাবেই হত্যার হুমকি দেয়া হয়েছে৷ এমনিতেই আইনি জটিলতায় থাকা বাংলাদেশের সমকামী সম্প্রদায়কে এখন মৌলবাদীদের কাছ থেকে পালাতে হচ্ছে৷

দেশটির সমকামীদের জন্য প্রকাশ করা প্রথম ম্যাগাজিন ‘‘রূপবানের'' সম্পাদক জুলহাস মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব তনয় খুন হন গত মাসের ২৫ এপ্রিল৷ আল-কায়দার আঞ্চলিক গোষ্ঠী হামলার দায় স্বীকার করে৷ বর্বর সেই হত্যাকাণ্ডের পর রয়টার্স বাংলাদেশের আটজন সমকামীর সাক্ষাৎকার নিয়েছে, যাদের কয়েকজন অ্যাক্টিভিস্টও৷ কিন্তু একজন ছাড়া বাকি কেউ নামপ্রকাশ না করার শর্তেও তাদের মন্তব্য প্রকাশে রাজি হননি৷ মূলত নিরাপত্তার কারণে এই অবস্থান তাদের৷

কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে ইতোমধ্যে ফেসবুক থেকে সমকামিতা বোঝা যায় এমন সব ছবি মুছে ফেলেছেন৷ কেউ কেউ নিজেদের প্রোফাইলও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন৷ এদের অনেকেই ঢাকায় আত্মগোপনে চলে গেছেন৷ আবার যারা ঢাকাকে নিরাপদ মনে করছেন না, তারা আশ্রয় নিয়েছেন গ্রামের বাড়িতে কিংবা নিজেদের বিবেচনায় অন্য কোন নিরাপদ আশ্রয়ে৷

ঢাকায় বসবাসরত এক তরুণ সমকামী জানিয়েছেন, ‘‘সবসময় কেমন যেন আতঙ্ক বোধ হয় যে কেউ বুঝি অনুসরণ করছে, এমনকি কেউ তা না করলেও৷'' গত সপ্তাহে হাতে ব্যাগ নিয়ে তার দিকে আসা এক লোককে চাপাতি হাতে এগিয়ে আসছে মনে করে ভয়ে জমে গিয়েছিলেন তিনি৷

অবস্থা এমন যে, কেউ কেউ বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন, আবার অনেকে শিখছেন আত্মরক্ষার কৌশল৷

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে এখন অবধি বাংলাদেশে চাপাতির কোপ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ ব্যক্তি৷ এগুলোর মধ্যে অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে ভুক্তভোগীর বাড়িতে বা আশেপাশে৷ আন্তর্জাতিক সম্প্রদায় মুক্তমনাদের নিরাপত্তা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানালেও এখনো কার্যকর কোন উদ্যোগ দেখা যায়নি৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

সমকামিতাকে কি আপনি সমর্থন করেন? না করলে কেন করেন না? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান