1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার নজর থাকবে ব্রাজিলের মার্টার ওপর

২৪ জুন ২০১১

ব্রাজিলের ফুটবলার মার্টার জন্মটাই যেন হয়েছে ফুটবল খেলার জন্য৷ ব্রাজিলের দোয়াস রিয়াকোস শহরের রাস্তায় পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলে শুরু করেন এই ব্রাজিলিয়ান প্রমীলা ফুটবলার৷

https://p.dw.com/p/11iaP
শট দেখে কে বলবে ইনি নারী!ছবি: dapd

কিন্তু কিছুদিন পর পাড়ার ছেলেগুলো বুঝে যায়, এই মেয়ে কেবল তাদের সঙ্গে খেলার জন্য জন্মাননি৷ তাই মাত্র ১৪ বছর বয়সে নিজের ছোট্ট শহরটি ছেড়ে রিও ডি জেনিরোতে পাড়ি জমান মার্টা৷ চোখে তাঁর স্বপ্ন ফুটবল বিশ্বজয়ের৷ তারপর কয়েক বছর পর জাতীয় দলে ঠিকই ডাক পেয়ে যান তিনি৷ ২০০৪ সালে অনুর্ধ্ব ২০ প্রমীলা বিশ্বকাপে গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়ে দেন মার্টা৷ মাত্র ১৮ বছর বয়সী এই কন্যার দুর্দান্ত ফুটবল শৈলি সবাইকে তাক লাগিয়ে দেয়, যার ফলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি যায় তাঁর ঝুলিতে৷

একবার নয়, দুই বার নয় পাঁচ পাঁচবার বিশ্বের সেরা প্রমীলা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন মার্টা৷ ২০১০ সালে পঞ্চমবারের মত ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার হওয়ার আরও এক বছর আগে জার্মানির বিরগিট প্রিন্সের রেকর্ড ভাঙ্গেন তিনি৷ তবে নিজের ফুটবল শৈলিতে গোটা বিশ্বকে মুগ্ধ করলেও, এখনো বিশ্বকাপের শিরোপাটা ছোঁয়া হয়নি তাঁর৷ গতবারের আসরে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয় ব্রাজিল৷ কিন্তু এবার জার্মানিতে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর ব্রাজিল৷ আর তাদের সেই প্রচেষ্টায় সবচেয়ে বড় অনুপ্রেরণা মার্টা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য