রেকর্ড ৫৪০ মিনিট জালে বল যেতে দেননি আঙ্গেরের
২৪ জুন ২০১১বিজ্ঞাপন
ব্যস, সুযোগকে কাজে লাগিয়ে ফেললেন আঙ্গেরের৷ পুরো টুর্নামেন্টে একটা গোলও খায়নি জার্মানি৷ অর্থাৎ পুরো ৫৪০ মিনিটে কোনো বল একবারের জন্যও আঙ্গেরের চোখকে ফাঁকি দিতে পারেনি৷ এতটাই কড়া নজর রেখেছিলেন তিনি৷ এমনকি ফাইনালে একটি পেনাল্টিও আটকে দিয়েছিলেন আঙ্গেরের৷
তবে খেলাটা তিনি শুরু করেছিলেন স্ট্রাইকার হিসেবে৷ পরে তাঁর মনে হয়েছে গোলরক্ষক হিসেবেই তিনি ভাল করবেন৷
আঙ্গেরের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ১৯৯৭ সালে৷ তবে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি৷ কারণ সেই রুটেনবের্গ, যার ইনজুরিই পরে আঙ্গেরের জন্য সুখবর নিয়ে এসেছিল৷
বুন্ডেসলিগায় ‘এফএফসি ফ্রাঙ্কফুর্ট' দলের হয়ে খেলেন ৩৩ বছর বয়সী আঙ্গেরের৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম