1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড ৫৪০ মিনিট জালে বল যেতে দেননি আঙ্গেরের

২৪ জুন ২০১১

একেই বলে সুযোগের সদ্ব্যবহার৷ ২০০৭ সালের মহিলা বিশ্বকাপ ফুটবলে জার্মানির গোলপোস্ট সামলেছেন নাদিনে আঙ্গেরের৷ তবে সুযোগটা পেয়েছিলেন তখনকার দিনের সেরা গোলরক্ষক জিল্কে রোটেনবের্গ ইনজুরির কারণে ফর্মে না থাকায়৷

https://p.dw.com/p/11iZs
গোল রক্ষক নাদিনে আঙ্গেরেরছবি: Kinowelt

ব্যস, সুযোগকে কাজে লাগিয়ে ফেললেন আঙ্গেরের৷ পুরো টুর্নামেন্টে একটা গোলও খায়নি জার্মানি৷ অর্থাৎ পুরো ৫৪০ মিনিটে কোনো বল একবারের জন্যও আঙ্গেরের চোখকে ফাঁকি দিতে পারেনি৷ এতটাই কড়া নজর রেখেছিলেন তিনি৷ এমনকি ফাইনালে একটি পেনাল্টিও আটকে দিয়েছিলেন আঙ্গেরের৷

তবে খেলাটা তিনি শুরু করেছিলেন স্ট্রাইকার হিসেবে৷ পরে তাঁর মনে হয়েছে গোলরক্ষক হিসেবেই তিনি ভাল করবেন৷

আঙ্গেরের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ১৯৯৭ সালে৷ তবে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি৷ কারণ সেই রুটেনবের্গ, যার ইনজুরিই পরে আঙ্গেরের জন্য সুখবর নিয়ে এসেছিল৷

বুন্ডেসলিগায় ‘এফএফসি ফ্রাঙ্কফুর্ট' দলের হয়ে খেলেন ৩৩ বছর বয়সী আঙ্গেরের৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য