সফল বলেই খারাপ অবস্থা!
১০ অক্টোবর ২০১৮রবিবার বাভেরিয়া রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঐ রাজ্যে ‘ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন' বা সিএসইউ এককভাবে সরকার পরিচালনা করে আসছে৷ কারণ, এতদিন নির্বাচনে ঐ দল প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে এসেছে৷ কিন্তু এবারের নির্বাচনের আগে পরিচালিত সবশেষ জরিপ বলছে, সিএসইউ দল মাত্র ৩৩ শতাংশ ভোট পেতে পারে৷ সেক্ষেত্রে সিএসইউকে এবার প্রথমবারের মতো কারো সঙ্গে জোট গড়তে হতে পারে৷
সিএসইউর এই রেকর্ড পরিমাণ খারাপ অবস্থার জন্য দলের অনেকেই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থী নীতিকে দায়ী মনে করেন৷ কারণ, ম্যার্কেলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট সরকারের একটি অংশ হচ্ছে সিএসইউ৷
তবে সিএসইউ'র হয়ে বাভেরিয়ায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এডমুন্ড স্টয়বার জার্মানির বাইরে থেকে আসা শরণার্থীদের দায়ী করছেন না৷ তিনি সিএসইউর সম্ভাব্য পরিণতির জন্য জার্মানির অন্য রাজ্য থেকে আসা ব্যক্তিদেরই মূলত দায়ী মনে করছেন৷
স্টয়বার বলেন, বাভেরিয়ার অর্থনৈতিক সাফল্যের কারণে গত ১০ বছরে অন্যান্য রাজ্য থেকে ১০ লক্ষেরও বেশি মানুষ বাভেরিয়ায় এসেছেন৷ ‘‘জার্মানির মধ্যে বাভেরিয়া সেরা৷ তবে অর্থনৈতিক উন্নয়ন কখনো অন্যরকম প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে,'' সাক্ষাৎকারে বলেন তিনি৷
সম্ভাব্য জোট
রবিবারের নির্বাচনে যদি সবশেষ জরিপের ফলাফলের প্রতিফলন দেখা যায়, তাহলে সিএসইউকে জোট গড়তে হবে৷ সেক্ষেত্রে দলটি যদি জোটসঙ্গী হিসেবে একটি দলকে নিতে চায়, তাহলে পরিবেশবাদী সবুজ দল কিংবা অভিবাসনবিরোধী এএফডিকে বেছে নিতে হবে৷
কিন্তু সিএসইউর নেতারা এএফডির সঙ্গে জোটে যেতে চান না৷ সেক্ষেত্রে সবুজ দলকে সঙ্গী করতে হবে৷
কিন্তু নিরাপত্তা ও অভিবাসন নীতি বিষয়ে সবুজ দলের সঙ্গে সিএসইউর যে মতপার্থক্য রয়েছে, সেটি বিবেচনায় নিলে দুই দলের মধ্যে কীভাবে জোট হবে তা বুঝতে পারছেন না সাবেক মুখ্যমন্ত্রী স্টয়বার৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)