বাজেট পেশ
৭ জুন ২০১২বিকেলে বিরোধী দল ছাড়াই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷
প্রস্তাবিত বাজেট হল ১,৯১,৭৩৮ কোটি টাকার৷ এর মধ্যে সরকারের রাজস্ব বাবদ আয় হবে ১,৩৯,৬৭০ কোটি টাকা৷ বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৫২,০৬৮ কোটি টাকা, যা জিডিপি'র ৫ শতাংশ৷ এই ঘাটতি ব্যাংক ঋণ এবং বৈদেশিক অনুদান থেকে মেটানো হবে৷ আর ৫৫,০০০ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে৷
বাজেটে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, বন্দর, ভৌত অবকাঠামো, কৃষি ও পল্লি উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতকে৷
প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩৩,৮৮৪ কোটি টাকা৷ এর মধ্যে ২৩,০০০ কোটি টাকা ঋণ নেয়া হবে ব্যাংক থেকে৷
এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে৷ ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা আগের মতই ১,৮০,০০০ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে৷
আমদানির ক্ষেত্রে অপরিশোধিত পাম অয়েল, মেলামাইন, পেপার বোর্ডসহ বেশ কিছু পণ্যের ওপর বাড়তি শুল্কের প্রস্তাব করা হয়েছে৷
অর্থমন্ত্রী আশা করেন, প্রস্তাবিত বাজেটে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে৷
বিকেল সংসদে বাজেট পেশের আগে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠকে অনুমোদন দেয়া হয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন