সংগীতশিল্পী হেনস্থার দায়ে অভিযুক্ত ফরাসি পুলিশ
৩০ নভেম্বর ২০২০সোমবার চারজন পুলিশকর্মী গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী মাইকেল জেকলারকে পিটিয়েছেন তারা৷ জেকলারকে মারার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে লুপসাইডার নামের একটি নিউজ ওয়েবসাইটে৷
ফ্রান্সে বর্তমানে আলোচিত একটি বিল আইনে পরিণত হলে যে কোনো পুলিশি কার্যকলাপের ছবি বা ভিডিওধারণ আইনত নিষিদ্ধ হয়ে যাবে৷ এই আইন ফ্রান্সের জাতীয় অ্যাসেমব্লিতে পাস হলেও এখন সেনেটে পাস হবার অপেক্ষায়৷ শুক্রবারে এই ঘটনার পর প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন৷
এই ঘটনার পেছেন বর্ণবাদী মনোভাব থাকার সম্ভাবনাকেও ফেলে দিচ্ছেন না মাক্রোঁ, তাই সরকারকে অবিলম্বে বৈষম্যরোধী কিছু প্রস্তাব করতে আহ্বান জানান তিনি৷
যা ঘটেছিল জেকলারের সাথে
লুপসাইডারের প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিজের মিউজিক স্টুডিওতে ঢুকতে চেষ্টা করছেন মাইকেল জেকলার৷ সেই মুহূর্তেই দরজার পাশে তাঁকে চেপে ধরেন তিনজন পুলিশকর্মী৷ বেধড়ক মারধোর করার সময় কোনোমতে নিজেকে বাঁচান জেকলার৷ বন্ধ করে দেন স্টুডিওর দরজা৷ এরপর চতুর্থ পুলিশকর্মী স্টুডিওর জানালা দিয়ে একটি টিয়ার গ্যাসবোমা ছুঁড়ে দেন তাঁর স্টুডিওর ভেতর৷ পুরো ঘটনাটিই ধরা পড়েছে ভা়ইরাল হওয়া সেই ভিডিওতে৷
এই ঘটনার বিচারকার্যে রত ম্যাজিস্ট্রেট সংবাদসংস্থা এএফপিকে জানান যে তাঁরা তিনজন পুলিশকর্মীকে ‘কর্তৃপক্ষের অংশ হয়েও জেনেশুনে সহিংসতায় লিপ্ত হওয়ার ও জালিয়াতির অপরাধে’ অভিযুক্ত করেছে৷ চতুর্থজন অভিযুক্ত ‘জেনেশুনে সহিংসতায় লিপ্ত হওয়ার অপরাধে’৷
এই চার পুলিশকর্মীর বিরুদ্ধে উঠছে বর্ণবাদী বৈষম্য ও মিথ্যা পুলিশিবিবৃতি দেবার অভিযোগও৷
অভিযুক্তদের আইনজীবী লরে-ফ্রাঙ্ক লিনার্ড সংবাদমাধ্যমকে জানান যে অভিযুক্তদের কাছে জেকলারকে মারা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না৷ কিন্তু সরকারপক্ষের আইনজীবী রেমি হাইটজ ডয়চে ভেলের প্রতিনিধি লিসা লুইসকে জানান, ‘‘বারবার জিজ্ঞাসাবাদে চাপে পড়ে অভিযুক্তরা তাদের বয়ান বদলেছে৷ তারা স্বীকার করেছে যে সংগীতশিল্পীকে গ্রেপ্তার করার জন্য প্রয়োজনের চেয়ে বেশি শক্তিপ্রয়োগ করেছে৷’’
পুলিশের এই নির্মম আচরণ একদিকে ও অন্যদিকে বিতর্কিত বিল, দুই নিয়ে বর্তমানে উত্তাল ফ্রান্সের রাজপথ৷ প্রতিবাদ হচ্ছে রাজধানীসহ স্ট্রাসবুর্গ, মার্সাই, লিওন ও রেন শহরে৷ প্রায় পাঁচ লাখ মানুষের প্রতিবাদে অংশগ্রহণের খবর জানা গেছে৷
এসএস/কেএম ( এএফপি, রয়টার্স, ডিপিএ)