পুলিশের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ
৯ ফেব্রুয়ারি ২০১৭শুধু রাজধানী প্যারিসই নয়, প্যরিসের কাছাকাছি শহরগুলিতেও পুলিশি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে৷ থিও নামের এক কৃষ্ণাঙ্গ তরুণকে গ্রেপ্তার করার সময় তার পশ্চাদ্দেশে ব্যাটন ঢোকানোর অভিযোগই সবচেয়ে বেশি উত্তেজনার সৃষ্টি করেছে৷ এই অভিযোগ এনেছেন থিও’র আইনজীবী স্বয়ং৷
থিও’র আইনজীবীর বিবৃতি অনুযায়ী, পুলিশ থিওকে গ্রেপ্তার করার সময় কাঁদানে গ্যাস ব্যবহার করে ও ‘ড্রাগ বেচার সময় মাদক ব্যবসায়ীদের চররা যে ধরনের ডাক দেয়’, সে ধরনের ডাক শুনতে পেয়ে ‘পুলিশকর্মীদের একজন একটি এক্স্প্যান্ডেবল ব্যাটন ব্যবহার করেন৷’ ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার প্যারিসের উত্তরে অলনে-সু-বোয়া হাউজিং এস্টেটে৷
রবিবার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ও আরো চারজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে৷ থিও এখ হাসপাতালে৷ তার পায়ুপথ, মাথা ও মুখের চিকিৎসা চলছে৷ আগামী দু'মাসের জন্য তার কাজ করার অবস্থা থাকবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন৷
মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ফঁসোয়া ওলঁদ হাসপাতালে গিয়ে থিও’র সঙ্গে দেখা করেন৷ থিও এবং ফরাসি প্রধানমন্ত্রী ব্যার্না কাজন্যোভ, উভয়েই জনসাধারণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷
বিভিন্ন প্রশ্ন
অলনে-সু-বোয়া হাউজিং এস্টেট সেইন-সঁ-দেনি এলাকার অংশ৷ সেইন-সঁ-দেনি সাধারণ পরিষদের প্রধান স্তেফান ত্রুসের মতে, থিও’র ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসে৷ ‘‘যদিও হাজার হাজার পুলিশকর্মী সঠিকভাবে তাদের কাজ করছেন... বড় বেশি ক্ষেত্রে গ্রেপ্তারের ঘটনা শেষ হয় সংশ্লিষ্ট তরুণটির পক্ষে একটি দুঃস্বপে,’’ বিবৃতিতে বলেছেন ত্রুসে৷
দরিদ্রদের এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের, বিশেষ করে সেই ব্যক্তিরা যদি আফ্রিকান বংশোদ্ভূত হন, তাহলে তাদের বিরুদ্ধে ফরাসি পুলিশ মাত্রাধিক বলপ্রয়োগ করে বলে অভিযোগ রয়েছে৷
প্রতিবাদ, দাঙ্গা
গত পাঁচ দিন ধরে প্যারিস ও তার আশপাশের এলাকায় থিও’র ঘটনা নিয়ে প্রতিবাদ ও দাঙ্গা চলেছে৷ হাজার হাজার মানুষ পথে নেমেছেন ও ফ্রান্সের পাঁচটি শহরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে৷
বুধবার পুলিশ সেইন-সঁ-দেনি এলাকায় ১৭ জনকে আটক করে৷ অলনে-সু-বোয়ায় একদল তরুণ একটি সিত্রোয়েন গাড়ির শো-রুমের গাড়ির ক্ষতি করে৷ সেখানে মোট ক্ষতির পরিমাণ দু’লাখ ইউরো বলে প্রকাশ৷
অশান্তির আগুন ২০০৫ সালের মতো হলে ফ্রান্সব্যাপী দাবানলে পরিণত হতে পারে৷ সেবার দাঙ্গা সারাদেশে, বিশেষ করে দরিদ্র, অভিবাসী এলাকাগুলিতে ছড়িয়ে পড়েছিল৷
কেবিডি/এসি/এসিবি (এএফপি, এপি)