1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকট নিরসনে নতুন রাষ্ট্রপতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ মার্চ ২০১৩

সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হবে৷ বিশ্লেষকরা মনে করেন, সব দলের কাছে গ্রহণযোগ্য এমন একজনকে যদি রাষ্ট্রপতি করা যায়, তাহলে বর্তমান রাজনৈতিক সংকট থেকে হয়তো বেরিয়ে আসা যাবে৷

https://p.dw.com/p/181IO
ছবি: AFP/Getty Images

রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন৷ তারা সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করবেন৷ তফসিল অনুযায়ী রাজনৈতিক দলগুলো প্রার্থী দেবে৷ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর নির্ধারিত দিনে সংসদেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন৷ তাতে ভোট দেবেন ৩৫০ জন সংসদ সদস্য৷ আগামী ১৯শে জুনের মধ্যে এই নির্বাচন করতে হবে৷ সংবিধান বিশেষজ্ঞ ড. শাহীন মালিক ডয়চে ভেলেকে বলেন, যেহেতু আওয়ামী লীগ তথা মহাজোট সংসদে সংখ্যাগরিষ্ঠ, তাই তাদের প্রার্থীই ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা ধরেই নেয়া যায়৷ এই রাষ্ট্রপতির মেয়াদ হবে শপথ গ্রহণের দিন থেকে ৫ বছর৷

এদিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন৷ আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে স্পিকার আব্দুল হামিদ এবং সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর কথা বিবেচনা করা হচ্ছে৷ তারা চাচ্ছে, সামনের জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আওয়ামী লীগের প্রতি অনুগত এমন কোন নেতাকে রাষ্ট্রপতির পদে বসাতে৷ তাই সাজেদা চৌধুরীর পাল্লাই ভারী বলে জানা গেছে৷

Bangladesch Freiheitskämpferin Dr Lutfun Nessa
সাজেদা চৌধুরী (বামে) হতে পারেন নতুন রাষ্ট্রপতিছবি: privat

তবে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনকে রাজনৈতিক সংকট নিরসনে একটি সুযোগ হিসেবে কাজে লাগান যেতে পারে৷ নতুন রাষ্ট্রপতি ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন৷ তাই যদি সব দলের কাছে গ্রহণযোগ্য একজন রাষ্ট্রপতি নির্বাচন করা যায়, তাহলে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তিনি হয়তো একটি বড় ভূমিকা রাখতে পারবেন৷ বর্তমান সংবিধানে নির্বাচনের সময় রাষ্ট্রপতির ক্ষমতা একই থাকে৷ কিন্তু তাঁর একটি নৈতিক ক্ষমতা আছে৷ সেই ক্ষমতা আর গ্রহণযোগ্যতার জোরে হয়তো নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে পারবেন তিনি৷ দুই দলকেই তাদের অনড় অবস্থান থেকে যৌক্তিক অবস্থানে নিয়ে আসতে পারবেন৷

তবে সবকিছুই নির্ভর করছে ক্ষমতাসীন সরকার কী চায় তার ওপর৷ শাহদীন মালিক বলেন, যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না যায়, তাহলেও তাদের মনোনীত রাষ্ট্রপতি ক্ষমতায় থাকবেন৷ কারণ একমাত্র অভিশংসন ছাড়া রাষ্ট্রপতিকে তার মেয়াদ শেষ হওয়ার আগে সরানোর কোন সুযোগ নেই৷ আর অভিশংসন খুব সহজ নয় বলে জানান শাহদীন মালিক৷ মেয়াদ শেষে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন৷ তাই কোন বিব্রতকর অবস্থা যাতে সৃষ্টি না হয়, সেদিকেও আওয়ামী লীগের খেয়াল রাখা উচিত বলে তিনি মনে করেন৷

Bangladesch Md. Abdul Hamid
অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও সম্ভাবনা রয়েছেছবি: DW

তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোন দলই এখনো প্রকাশ্যে কোন কথা বলা শুরু করেনি৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিনের জাতীয় শোক৷ তাঁর মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনার পর বঙ্গভবনে গার্ড অফ অনার জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী শ্রদ্ধা জানিয়েছেন৷ রাষ্ট্রপতি বুধবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য