1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার কাছে হারার পাঁচটি কারণ

২৯ জুলাই ২০১৯

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ৷ এমন ফলাফলে অনেকেই হতাশ৷ কিন্তু এ মুহূর্তে পরাজয় কি একেবারে অপ্রত্যাশিত? অন্তত পাঁচটি সত্য তো আমরা অস্বীকার করতে পারি না৷

https://p.dw.com/p/3MtU8
Sri Lanka | Cricket | Sri Lanka vs Bangladesh
ছবি: picture-alliance/Zumapress/T. Basnayaka

সেই সত্যিগুলোই শ্রীলঙ্কার বিপক্ষে হারের সবচেয়ে বড় কারণ৷

১. দেশের বাইরে অতীত রেকর্ড

গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট যে অনেক এগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই৷ দেশ-বিদেশের প্রায় সব ক্রিকেটবোদ্ধাই তা স্বীকার করছেন৷তবে উন্নতির গ্রাফটাকে বেশি উঁচুতে তুলেছে মূলত দেশের মাটিতে পাওয়া বেশ কিছু সাফল্য৷ ভুলে গেলে চলবে না, দেশের বাইরে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে কিছু উল্লেখযোগ্য জয় পেলেও দ্বিপাক্ষিক সিরিজে বড় সব সাফল্যই দেশে পেয়েছি আমরা৷ বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজটি জিতেছিল ২০০৫ সালে, জিম্বাবোয়ের বিপক্ষে৷ সেই থেকে এ পর্যন্ত মোট ২৪টি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা৷ ২৪টির মধ্যে মাত্র পাঁচটি জয় এসেছে দেশের বাইরে৷ সেই পাঁচটিতে প্রতিপক্ষ ছিল কেনিয়া, জিম্বাবোয়ে (দুই বার) এবং ওয়েস্ট ইন্ডিজ (দুই বার)৷ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সাফল্যগুলো যে তাদের ক্রিকেটে বিপর্যয় নামার পরে এসেছে তা না বললেও চলে৷এর বাইরে দুটো ট্রাই সিরিজও জিতেছে বাংলাদেশ৷ ২০০৬-৭ মৌসুমে ক্যানাডায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দলটি ছিল বারমুডা৷ সেখানেও ক্যানাডার সঙ্গে প্রথম ম্যাচে কিন্তু হার মানতে হয়েছিল৷ ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টটাই শুধু দাপট দেখিয়ে জিতেছে মাশরাফির দল৷

শ্রীলঙ্কায় জয়ের আশা করা যেতেই পারে৷ তবে অতীত রেকর্ড পক্ষে ছিল না তা মানতেই হবে৷ ভাঙা দল নিয়ে তামিম ইকবাল নতুন ইতিহাস গড়লে সেটাই হতো বিস্ময়ের৷

২. সাকিবের অনুপস্থিতি

বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন সাকিব৷ অলরাউন্ড পারফর্ম্যান্সে তার ধারে-কাছেও ছিলেন না কেউ৷ সেই সাকিব র বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে৷তাই তার অভাব পূরণ করতে না পারলে যা হবার তাই হয়েছে৷ প্রথম দুই ম্যাচে দাঁড়াতেই পারেনি তামিমের দল৷

৩. পঞ্চপাণ্ডবদের দুরবস্থা

সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এবং মাশরাফি — গত কয়েক বছরে মূলত এই পাঁচজনের হাত ধরেই এগিয়েছে্ বাংলাদেশের ক্রিকেট৷ সাকিব বিশ্রামে, তামিম, মাহমুদুল্লাহর ফর্ম নেই, ফর্ম হারানো মাশরাফিও এই সিরিজে নেই ফিটনেস-সমস্যার কারণে৷ প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে একা লড়েছেন মুশফিক৷ তাতে কি আর সবসময় জয় আসে!

৫. চাপে থাকা ‘অনিচ্ছুক' অধিনায়ক  

Ashish Chakraborty
আশাীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

এই প্রথম পুরো একটা সিরিজে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন তামিম ইকবাল৷ কিন্তু সুযোগটা এসেছে এমন সময়ে যখন অধিনায়ক হওয়া তার কাছে আর সম্মানের বিষয় নেই৷ গত ফেব্রুয়ারিতেই ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বাঁ-হাতি এই ব্যাটসম্যান বলেছিলেন, ‘‘দেখুন, অধিনায়কত্ব এমন একটি ব্যাপার, যা নিয়ে আমি মোটেও মাথা ঘামাই না৷ মোটেও না৷ এর অন্যতম কারণ হলো, যে সময় আমি অধিনায়কত্ব নিয়ে ভাবা শুরু করতাম, যখন আমি প্রথম সহ-অধিনায়ক হই, তখন নিজেকে নিয়ে ভাবতে পারতাম, ‘আমি ভবিষ্যতে অধিনায়ক হলে কিভাবে কি করব'–তখনই অকারণে বেশ কিছু ঘটনা ঘটে যায়৷ আমার খুব খারাপ লাগে৷ কারণ, আমি মনে করি না, কোনো ভুল তখন করেছিলাম৷ '' তারপরও সুযোগ এসেছে৷ বার কয়েক সহ-অধিনায়ক হয়েছেন৷ কিন্তু মূল অধিনায়কের অনুপস্থিতিতে সহ-অধিনায়কই দেবেন নেতৃত্ব— অলিখিত এই নিয়ম তারপরও অনুসরণ করা হয়নি৷ তাই তামিম বাধ্য হয়ে আরো বলেছিলেন, ‘‘অধিনায়কত্ব নিয়ে আমার আগ্রহ মরে গেছে৷ এখনো দেখবেন, ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও দলের কর্তৃপক্ষের কাছে গিয়ে প্রথম যে কথাটি বলি, তা হলো, আমি অধিনায়কত্ব চাই না৷ মাঠে সব করবো, সেটি ভিন্ন ব্যাপার৷ কিন্তু অধিনায়ক হতে চাই না৷ কারণ, আমি একটা এমন ছেলে, যে কিনা এসব নিয়ে ভাবি না৷ আমার জীবনে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ কিছু না৷'' তামিম যে দেশের দিকে তাকিয়ে আপাতত অধিনায়কের দায়িত্ব পালন করছেন তা তো বোঝাই যায়৷ এই পরিস্থিতিতে নিজেকে অনুপ্রাণিত করাই খুব কঠিন৷ পাশাপাশি সতীর্থদের কাছ থেকেও সেরাটা আদায় করার চেষ্টা করছেন তামিম৷ অথচ বাজে ফর্মের কারণে সবার সমালোচনার তির ছুটছে তার দিকে৷

৫. ফাঁকা পাইপলাইন

পঞ্চপাণ্ডবদের শুন্যস্থান পূরণ করার মতো খেলোয়াড় না পেলে বাংলাদেশের ক্রিকেটে বিপর্যয় নামতে বাধ্য৷ সেই বিপর্যয় এড়ানোর কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না৷ঘুরেফিরে ১৭-১৮ জন খেলোয়াড়ই খেলছেন জাতীয় দলে৷ ব্যর্থ হয়ে কেউ বাদ পড়ছেন, সেই জায়গায় যিনি আসছেন তিনি আরো ব্যর্থ হওয়ায় আবার ফিরছেন আগেরজন৷এই তো চলছে! এমনকি খেলোয়াড় সংকটের কারণে শাস্তির মেয়াদ কমিয়েও ফেরাতে হয়েছে

আন্তর্জাতিক পর্যায়ের অতি সাধারণ কোনো পারফর্মারকে৷ এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট৷ ফলে চমকে দেয়া সাফল্য আরো হয়ত আসবে কালেভদ্রে, তবে ধারাবাহিক সাফল্য, বিশেষ করে দেশের বাইরে সাফল্য আশা করার আগে পাইপলাইনে খেলোয়াড় বাড়ানোর উদ্যোগ নিতেই হবে৷ সেই উদ্যোগ কি আছে? থাকলে তার লক্ষণ দেখা যাচ্ছে না কেন? দেশের মাটিতে আফগানিস্তান ‘এ'-র কাছে নাস্তানাবুদ হয়েছে

বাংলাদেশ ‘এ'৷ শিগগির সুদিন আসার ইঙ্গিত কোথায়? 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান