প্রাপ্য মজুরির দাবি
৪ ডিসেম্বর ২০১২বাংলাদেশের আশুলিয়া এলাকায় হুয়ান অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেছেন৷ ঐ পোশাক কারখানার ১০০ শ্রমিককে ছাঁটাই করার ফলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ তাঁরা ঢাকা টঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতাবাদ জানালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়৷ অন্যদিকে, আশুলিয়ার তাজরিন ফ্যাশনস-এর আশপাশের এলাকার গামেন্টস শ্রমিকরা সোমবারও তাঁদের নিরপত্তা ও তাজরিন ফ্যাশনস-এর মালিককে গ্রেপ্তারে দাবিতে বিক্ষোভ করেছেন৷ তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তাঁদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়৷ আশুলিয়া এলাকার ৩৫টি পোশাক কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ করে দেয়া হয়েছে৷
এদিকে, তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় শ্রমিকরা সোমবার ঢাকায় বিজিএমইএ ভবন ঘেরাও করে৷ শ্রমিকরা তাজরিন ফ্যাশনস-এর মালিককে গ্রেপ্তার এবং নিহতদের ক্ষতিপূরণের পাশাপাশি তাঁদের নিরপত্তা দাবি করে৷ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমন্বয়কারী সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে জানান, তাজরিন ফ্যাশনস-এর আগুনের পর কয়েকটি গার্মেন্টস-এ ছাঁটাইয়ে ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে৷ ছাঁটাই আতঙ্ক শ্রমিকদের বিক্ষুব্ধ করে তুলেছে৷
তিনি বলেন, শ্রমিকদের মজুরিও বাড়াতে হবে৷ নয়তো অসন্তোষ কমান যাবেনা৷ কারণ সব কিছুর দাম যেভাবে বেড়েছে তাতে ন্যুনতম ৩০০০ টাকা বেতনে কোনোভাবেই শ্রমিকদের চলেনা৷
তাঁর মতে, পোশাক কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিকরা তাঁদের দাবি-দাওয়া নিয়মমাফিকভাবে উপস্থাপন করতে পারতেন৷ আর তাতে সহিংস আন্দোলন কমে আসত বলে মনে করেন তিনি৷
বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ৷ আর রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে এই খাত থেকে৷ সাড়ে চার হাজার পোশাক কারখানার একটি বড় অংশ আশুলিয়ায়৷