1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল স্থগিত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ মে ২০১৩

সাভারে ভবন ধস আর দেশে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশে একই দিনে দুটি সুখবর পাওয়া গেল৷ প্রধানমন্ত্রীর অনুরোধে হরতাল স্থগিত করেছে বিএনপির নেতৃত্বে জোট৷ দেশের প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী৷

https://p.dw.com/p/18PoC
ছবি: Reuters

সাভারে রানা প্লাজা ধসে ৪ শতাধিক মানুষের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপির নেতৃত্বে ১৮ দল৷ তারা উদ্ধার অভিযানে সরকারের ব্যর্থতার অভিযোগও তুলেছিল৷ কিন্তু এরই মধ্যে দায়ী ভবন মালিকসহ পোশাক কারখানার মালিকদের গ্রেফতার করা হয়৷ উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ও শেষ হয়েছে৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে বিরোধী দলকে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানান৷ সে আহ্বানে সাড়া দিয়ে মানবতার কারণে হরতাল স্থগিতের ঘোষণা দেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ হরতাল স্থগিত করায় শেখ হাসিনা খালেদা জিয়াকে ফিরতি ধন্যবাদ জানিয়েছেন৷

Dhaka Bangladesch 12 von 19
সংসদ পেল প্রথম মহিলা স্পিকারছবি: DW/Harun Ur Rashid Swapan

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় সুখবর৷ সরকারের আহ্বানে বিরোধী দলের এই সাড়া দেয়া রাজনীতিতে সৌহার্দ্যের দরজা খুলে দিয়েছে বলে মনে করেন তিনি৷ তিনি আরও বলেন, বিরোধী দলের এই মনোভাবকে কাজে লাগিয়ে সামনের নির্বাচনে যাতে সব দল অংশ নেয় এবং নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, তার উদ্যোগ নিতে হবে সরকারকে৷ বিরোধী দল নির্বাচনের সময় যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করছে, তা নিয়ে আলোচনা শুরু করতে হবে৷ আর বিরোধী দলকেও এই সৌহার্দ্যের পথ খোলা রেখে আলোচনার মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করতে হবে৷ ড. ইমতিয়াজ বলেন, সংঘাতের মধ্যেও সৌহার্দ্যের যে আলো দেখা গেছে, সে আলো যেন হঠাৎ আলোর ঝলকানি না হয়৷ এই আলো যেন ছড়িয়ে পড়ে৷

এদিকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছেন৷ তিনি একই সঙ্গে এ পর্যন্ত সর্বকনিষ্ঠ স্পিকারও৷ তিনি অ্যাডভোকেট আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন৷

এই ঘটনা গৌরবের এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নের আরো একটি মাইলফলক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘সময় বিবেচনা করলেও এটি তাৎপর্যপূর্ণ৷ যখন হেফাজতে ইসলামসহ মোলবাদী চক্র নারী স্বাধীনতা এবং প্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন জাতীয় সংসদ একজন নারীকে স্পিকার নির্বাচন করে সাহসী পদক্ষেপ নিয়েছে৷'' তিনি আরও বলেন, নারীর এই রাজনৈতিক ক্ষমতায়ন বাংলাদেশের নারীকে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে৷

তিনি বলেন, এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং স্পিকার – ৩ জনই নারী৷ সম্ভবত সারা বিশ্বে এমন দৃষ্টান্ত আর নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য