হরতাল স্থগিত
১ মে ২০১৩সাভারে রানা প্লাজা ধসে ৪ শতাধিক মানুষের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপির নেতৃত্বে ১৮ দল৷ তারা উদ্ধার অভিযানে সরকারের ব্যর্থতার অভিযোগও তুলেছিল৷ কিন্তু এরই মধ্যে দায়ী ভবন মালিকসহ পোশাক কারখানার মালিকদের গ্রেফতার করা হয়৷ উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ও শেষ হয়েছে৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে বিরোধী দলকে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানান৷ সে আহ্বানে সাড়া দিয়ে মানবতার কারণে হরতাল স্থগিতের ঘোষণা দেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ হরতাল স্থগিত করায় শেখ হাসিনা খালেদা জিয়াকে ফিরতি ধন্যবাদ জানিয়েছেন৷
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় সুখবর৷ সরকারের আহ্বানে বিরোধী দলের এই সাড়া দেয়া রাজনীতিতে সৌহার্দ্যের দরজা খুলে দিয়েছে বলে মনে করেন তিনি৷ তিনি আরও বলেন, বিরোধী দলের এই মনোভাবকে কাজে লাগিয়ে সামনের নির্বাচনে যাতে সব দল অংশ নেয় এবং নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, তার উদ্যোগ নিতে হবে সরকারকে৷ বিরোধী দল নির্বাচনের সময় যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করছে, তা নিয়ে আলোচনা শুরু করতে হবে৷ আর বিরোধী দলকেও এই সৌহার্দ্যের পথ খোলা রেখে আলোচনার মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করতে হবে৷ ড. ইমতিয়াজ বলেন, সংঘাতের মধ্যেও সৌহার্দ্যের যে আলো দেখা গেছে, সে আলো যেন হঠাৎ আলোর ঝলকানি না হয়৷ এই আলো যেন ছড়িয়ে পড়ে৷
এদিকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছেন৷ তিনি একই সঙ্গে এ পর্যন্ত সর্বকনিষ্ঠ স্পিকারও৷ তিনি অ্যাডভোকেট আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন৷
এই ঘটনা গৌরবের এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নের আরো একটি মাইলফলক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘সময় বিবেচনা করলেও এটি তাৎপর্যপূর্ণ৷ যখন হেফাজতে ইসলামসহ মোলবাদী চক্র নারী স্বাধীনতা এবং প্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন জাতীয় সংসদ একজন নারীকে স্পিকার নির্বাচন করে সাহসী পদক্ষেপ নিয়েছে৷'' তিনি আরও বলেন, নারীর এই রাজনৈতিক ক্ষমতায়ন বাংলাদেশের নারীকে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে৷
তিনি বলেন, এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং স্পিকার – ৩ জনই নারী৷ সম্ভবত সারা বিশ্বে এমন দৃষ্টান্ত আর নেই৷