শালকের কাছে নাটকীয় হার
২২ আগস্ট ২০১১জার্মান ফুটবল আসর বুন্ডেসলিগা ক্রমশ জমে উঠছে৷ নিজের মাঠে মাইন্স দল শুরুতেই চমক দেখায়৷ খেলার আট মিনিটে দলের পক্ষে গোল করেন অস্ট্রিয়ার আন্দ্রেয়াস ইভানশিৎস৷ ১২ মিনিটে গোলের ব্যবধান বাড়ান কলম্বিয়ান তারকা এলকিন সোটো৷
এমন শুরুর পর ভক্তদের আশার পারদ স্বভাবতই বেড়ে গিয়েছিল৷ দর্শকদের উচ্ছ্বাসে মাঠ যখন কাঁপছে, তখনই ঘুরে দাঁড়ায় শালকে৷ শেষটা তাই আরো নাটকীয়৷ ম্যাচের শেষ ৩৫ মিনিটে চার গোল৷ মাইন্সের জালে বল জড়ান শালকের ক্লাস-ইয়ান হুন্টেলার, বেনেডিক্ট হোয়েভেডেস, জোয়েল মাটিপ এবং ক্রিস্টিয়ান ফুক্স৷
দিনের অপর খেলায় বুন্ডেসলিগা টেবিলের শীর্ষ আসন দখলের সুযোগ হারায় হানোফার৷ হ্যার্টা বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেদল৷ যদিও খেলার ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন হানোফার-এর সার্গিও পিন্টো৷ ৮৩ মিনিটে বার্লিনের পক্ষে সেই গোল শোধ করেন পিয়ের-মিশেল লাসোগ্গা৷ এই ম্যাচ অবশ্য শেষ হয় খানিকটা বিতর্কের মধ্য দিয়ে৷ হানোফার এর ক্রিস্টিয়ান পান্ডার এর করা একটি গোল অফসাইড এর অজুহাতে বাতিল করে রেফারি৷ টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সেটি অফসাইড ছিল না৷
চলতি মৌসুমে এখন পর্যন্ত বুন্ডেসলিগা টেবিলের শীর্ষে আছে বরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখ্৷ তিন ম্যাচে দুটি জয় পেয়েছে এই দল৷ এছাড়া টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে হানোফার এবং বায়ার্ন মিউনিখ৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক