ফুটবলকে গুডবাই জানালেন বির্গিট প্রিন্স
১২ আগস্ট ২০১১২০০৭ সালে জার্মানির প্রমীলা ফুটবল দল যখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে, তখন দলকে নেতৃত্ব দিয়েছিলেন বির্গিট প্রিন্স৷ অনেক আশা ছিল এবারের বিশ্বকাপে, কিন্তু কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের৷ এবারের বিশ্বকাপের সব খেলাতে মাঠে নামতে পারেননি প্রিন্স৷ এমনকি কোয়ার্টার ফাইনালেও৷ সাইড বেঞ্চে বসেই দলের বিদায় দেখতে হয় ৩৩ বছরের এই প্রমীলা ফুটবলারকে৷ জাতীয় দলের কোচ সিলভিয়া নাইডের প্রাথমিক পছন্দের তালিকায় নিজেকে দেখতে পাচ্ছেন না প্রিন্স৷ এছাড়া বয়সও হয়েছে৷ তাই সময় থাকতেই সরে দাঁড়ালেন তিনি৷ শুক্রবার বির্গিট প্রিন্স তাঁর অবসরের কথা জানিয়ে দিলেন হাসি মুখেই৷
তবে প্রিন্সের অভাব এতো সহজে পূরণ হবে না৷ প্রমীলা ফুটবলের অন্যতম তারকা বুন্ডেসলিগার ফ্রাংকফুর্ট দলের এই ফুটবলার৷ ১৯৯৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর৷ এরপর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে দেশের পক্ষে সর্বোচ্চ ২১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি৷ গোল করেছেন ১২৮টি৷ দু'বার বিশ্বকাপ, পাঁচবার ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের সদস্য ছিলেন প্রিন্স৷ বিগত ২০০৩ সাল থেকে টানা তিন বছর ফিফা'র বিশ্বসেরা প্রমীলা ফুটবলার নির্বাচিত হন তিনি৷
ঘরোয়া ফুটবলেও নজরকাড়া সাফল্য রয়েছে তাঁর৷ ফ্রাংকফুর্ট দলের হয়ে নয়বার বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন, জার্মান কাপ জিতেছেন এখনও পর্যন্ত দশবার৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ