শান্ত হচ্ছে না কেমনিৎস, শহরে মুখ্যমন্ত্রী
৩১ আগস্ট ২০১৮কেমনিৎস শহরের জন্য বৃহস্পতিবারের দিনটিও ছিল উত্তেজনায় ভরা৷ গত সপ্তাহান্তে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চরম দক্ষিণপন্থিদের তাণ্ডব ও বিদেশি বিদ্বেষের একাধিক ঘটনার পর বৃহস্পতিবার আবার প্রায় ৯০০ চরম দক্ষিণপন্থি বিক্ষোভকারী শহরে মিছিল করে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ‘উদার' শরণার্থী নীতির বিরুদ্ধে তারা সোচ্চার ছিল৷ শরণার্থীদের অপরাধের ঘটনার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকারও সমালোচনা করে তারা৷ তবে এবার পুলিশ আগের তুলনায় অনেক বেশি তৎপর ছিল৷ আশেপাশের রাজ্য থেকেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ উত্তেজনা সত্ত্বেও কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে৷ আগামী কয়েক দিনেও চরম দক্ষিণপন্থি ও বামপন্থিরা বিক্ষোভের ডাক দিয়েছে৷
একই দিনে শহরে অনেকটা সময় কাটালেন স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী মিশায়েল ক্রেচমার৷ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তিনি শহরের মানুষের সঙ্গে দীর্ঘ সংলাপ চালান৷ স্থানীয় ফুটবল স্টেডিয়ামে অনেক মানুষ মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের ক্ষোভ উগরে দেন৷ অনেকের মতে, গত সপ্তাহান্তের ঘটনার জের ধরে শহরের বদনাম হচ্ছে ও সার্বিকভাবে শহরের মানুষদের ঢালাওভাবে চরম দক্ষিণপন্থির তকমা দিয়ে বিকৃত চিত্র তুলে ধরা হচ্ছে৷
উত্তপ্ত বিতর্ক সত্ত্বেও সেখানে কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি৷ পুলিশ অবশ্য স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণের ব্যবস্থা রেখেছিল৷ বিক্ষোভকারীরা সেখানে প্রবেশের সুযোগ পায়নি৷ মুখ্যমন্ত্রী শহরে অপরাধের ঘটনা মোকাবিলার আশ্বাস দেন৷ যারা বিক্ষোভের সময়ে নাৎসি অভিবাদন করেছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপের ঘোষণা করেন তিনি৷ কেমনিৎস শহরের মেয়র বারবারা লুডভিশ শহরের ভাবমূর্তির উন্নতির অঙ্গীকার করেন৷
পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের মধ্যে চরম দক্ষিণপন্থি মনোভাব নিয়েও বিতর্ক চলছে৷ সপ্তাহান্তে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তির নামে শমন ফাঁস করে দেওয়ায় এক পুলিশ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷ শহরের চরম দক্ষিণপন্থি ‘প্রো কেমনিৎস' গোষ্ঠী ও এএফডি দলের ওয়েবসাইটে সেই শমন প্রকাশ করা হয়৷ ইব্রাহিম নামের ২২ বছর বয়স্ক অভিযুক্ত ব্যক্তি ইরাক থেকে শরণার্থী হিসেবে জার্মানিতে আসে এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ আনা হয়৷ তবে তাকে প্রত্যর্পণের চেষ্টা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে সংবাদ মাধ্যমের একাংশে দাবি করা হচ্ছে৷
এসবি/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)