1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরীরের ওপর দিয়ে চলে গেল ট্রেন!

২৫ জানুয়ারি ২০১৮

রেললাইনে শুয়ে পড়েছিলেন তিনি৷ ট্রেন ছুটে গেল ওপর দিয়ে৷ তারপর অক্ষত অবস্থায় উঠে দাঁড়ালেন তিনি৷ এক কাশ্মীরির এমন এক ভিডিও ইন্টারনেটে ভাইরাল৷অনেকেই অবশ্য এমন কীর্তিকে বোকামিই বলছেন৷

https://p.dw.com/p/2rTlH
Zehn Gründe für das Ruhrgebiet
ছবি: picture alliance/blickwinkel/S. Ziese

ইন্টারনেটের যুগে যে কোনো ধরনের বোকামো ‘ট্রেন্ড' হতে বেশি সময় লাগে না – কাজেই এই অসমসাহসী বা বিষমসাহসী গাঁয়ে-মানে-না-আপনি-হিরোর বিরুদ্ধে রীতিমতো পুলিশি ব্যবস্থা নেবার ডাক দিয়েছেন অনেকে৷ সহজ কারণ: নিজের জীবন বিপন্ন করাটা বোকামো হতে পারে, কিন্তু পরের জীবন বিপন্ন করাটা একটা অপরাধ৷ আরো অনেকে যদি রেললাইনের মাঝখানে এভাবে শুয়ে মাথার ওপর দিয়ে চলন্ত ট্রেন পার পার করতে যান, তবে অনেকের কিন্তু প্রাণও যেতে পারে৷ তাই জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত টুইটারে বলেছেন, ‘‘এ ধরণের রোমাঞ্চ খোঁজার মধ্যে অতীব খারাপ কিছু আছে৷ আমি এই সব তরুণের বোকামি বিশ্বাস করতে পারি না৷''

মুশকিল এই যে, সময়-তারিখ না দেওয়া ভিডিওটা সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় উঠতে না উঠতে তা শেয়ার হতে শুরু করে৷ এক সময় একাধিক হোয়াট্সঅ্যাপ গোষ্ঠীর অ্যাডমিন তাদের সদস্যদের প্রতি ভিডিওটি প্রচার না করার অনুরোধ জানাতে বাধ্য হন৷ সরকারি তরফে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি৷

এসি/এসিবি