প্রধান নির্বাচন কমিশনার
১০ ফেব্রুয়ারি ২০১২নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদকে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়ান প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন৷ এরপর শপথ নেন ৩ জন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, আব্দুল মোবারক এবং মোহাম্মদ জাভেদ আলি৷ আরেক জন নব নিযুক্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ শপথ নেবেন ১৪ই ফেব্রুয়ারি৷ ওই দিন বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে৷
শপথ নেয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, সংবিধান রক্ষার শপথ নিয়েছেন তিনি৷ এটি একটি কঠিন কাজ ৷ কিন্তু তিনি তার শপথ রক্ষায় সাধ্যমত চেষ্টা করে যাবেন৷
এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার তার আজ্ঞাবহদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে৷ এই নির্বাচন কমিশন তারা মানেন না এবং তাদের অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি৷ তিনি বলেন, সবার আগে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে৷
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার সবার সঙ্গে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছেন৷ অতীতে কখনোই এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ বিএনপি'র নিযুক্ত আজিজ কমিশন ভোটার তালিকাই তৈরি করতে পারেনি৷
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং ৩ জন নির্বাচন কমিশনার অফিস শুরু করবেন বলে জানা গেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক