‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ আর বলবে না লুফটহানসা
১৫ জুলাই ২০২১‘প্রিয় ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ ফ্লাইটে আপনাদের স্বাগতম’ , জার্মান ভাষায় এখন থেকে যাত্রীদের উদ্দেশে এমন সম্ভাষণ জানাবে না লুফটহানসা৷ তার বদলে ‘লিঙ্গ নিরপেক্ষ’ ভাষা ব্যবহার করবে লুফটহানসা গ্রুপের অধীনে থাকা সবগুলো এয়ারলাইন্স৷ যার মধ্যে আছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স, সুইস ও ইয়রোউইংসও৷
প্রতিষ্ঠানটির মুখপাত্র আনিয়া স্টেনগার ডয়চে ভেলেকে জানান, লুফটহানসার ক্রুরা যাত্রীদের ‘প্রিয় অতিথি’, ‘শুভ সকাল/শুভ সন্ধ্যা’ অথবা শুধু ‘ফ্লাইটে স্বাগতম’ এমন বাক্য ব্যবহার করবে৷ পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হলেও যাত্রীদের কিভাবে সম্ভাষণ করা হবে সেটি চূড়ান্তভাবে ক্রুদের উপরই ছেড়ে দেয়া হয়েছে৷ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরাও৷ বিলেফেল্ড ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিশেষজ্ঞ আনিয়া স্টেনগার ডয়চে ভেলেকে বলেন, এটি একটি ‘লিঙ্গ সংবেদনশীল’ পদক্ষেপ৷ বিশেষ করে যারা নারী, পুরুষের বাইরে নিজেদের পরিচিত করতে চান, কিংবা যারা শুধু নারী-পুরুষ পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেন, তাদের জন্য ‘ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ’ এমন সম্ভাষণ পরিবর্তন করা প্রয়োজন৷
বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভাষার ব্যবহারে ‘লিঙ্গ নিরপেক্ষতা’ বজায় রাখার উদ্যোগ নিচ্ছে৷ এ বিষয়ে জাতিসংঘ ও ইউরোপীয় কমিশনও নতুন গাইডলাইন আরোপ করেছে৷ ইউরোপীয়ান ইনস্টিটিউট ফর জেন্ডার ইক্যুয়েলিটির ‘লিঙ্গ নিরপেক্ষতার' সংজ্ঞা অনুযায়ী, ভাষা হবে এমন যেখানে কোনো নির্দিষ্ট লিঙ্গের উল্লেখ থাকবে না, নারী ও পুরুষের বাইরে মানুষকে সাধারণভাবে চিহ্নিত করা হবে৷
২০১৮ সালে ইউরোপীয়ান পার্লামেন্ট ভাষাগত লিঙ্গ নিরপেক্ষতার গাইডলাইন প্রকাশ করে৷ সেখানে বলা হয়েছে নির্দিষ্ট কোনো লিঙ্গের প্রতি পক্ষপাত, বৈষম্য বা হেয় করা অর্থ দাঁড়ায় এমন শব্দ এড়ানোই লিঙ্গ নিরপেক্ষ ভাষার উদ্দেশ্য৷
জার্মান ভাষায় বিভিন্ন পেশায় নারী-পুরুষ বিভাজন করা বিশেষ্যগুলো পরিবর্তন করে লিঙ্গ নিরপেক্ষ শব্দ চালুরও দাবি উঠছে৷ এ নিয়ে অবশ্য বিতর্কও আছে৷ যারা পরিবর্তনের পক্ষে, তারা মনে করেন বিদ্যমান শব্দগুলোতে নারী বা পুরুষ হিসেবে যারা নিজেদের চিহ্নিত করেন না বা লিঙ্গ পরিচয়ের প্রথাগত ধারণায় বিশ্বাসী নন, তাদেরকে আমলে নেয়া হয় না৷ অন্যদিকে বিরোধীরা ব্যাকরণের পরিবর্তনকে ভাষার উপর আঘাত হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করে আসছেন৷
আশুতোষ পান্ডে/এফএস