1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শুধুই নারীদের জন্য' পার্কিং নিয়ে উত্তেজনা

২৭ জানুয়ারি ২০১৯

২০১৬ সালে এক নারী ধর্ষণের শিকার হওয়ায় আইশস্টেট শহরে নারীদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়৷ তবে সম্প্রতি এক গাড়িচালক বৈষম্যের অভিযোগে মামলা করায় নতুন মোড় এসেছে ঘটনায়৷

https://p.dw.com/p/3CCd3
Parkplatz für Frauen
ছবি: picture-alliance/dpa/R. Hirschberger

মামলার বাদি ডোমিনিক তাঁর অভিযোগপত্রে বলেন, তিনি বৈষম্যের শিকার হয়েছেন, কেননা, শুধু নারীদের জন্য সংরক্ষিত আলাদা পার্কিং থাকা উচিত নয়৷ মিউনিখ আদালত তা মেনে নিয়েছে৷ তাই মামলার রায়ে বিচারক বলেছেন, শুধু নারীদের জন্য পার্কিংয়ের বিষয়টি মানতে কাউকে বাধ্য করা যাবে না

২০১৬ সালে শহরের ঠিক কেন্দ্রে অবস্থিত এই গাড়ি পার্কিংয়ের স্থানটিতে এক নারী হামলা ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন৷ এরপরই সেখানে নারীদের জন্য সংরক্ষিত পার্কিংয়ের ব্যবস্থা করে স্থানীয় কর্তৃপক্ষ৷

এক বিবৃতিতে মিউনিখের প্রশাসনিক আদালত জানিয়েছে, শহর কর্তৃপক্ষ ফেব্রুয়ারির শেষ নাগাদ সংশ্লিষ্ট এলাকায় ‘নারীদের পার্কিং'-এর যে প্রতীক রয়েছে, সেটা উঠিয়ে পরিষ্কার একটি নির্দেশনা সংযুক্ত করবে, যেখানে লেখা থাকবে, ‘‘স্থানীয় কর্তৃপক্ষ এই স্থানটি নারীদের গাড়ি পার্কিংয়ের জন্য সংরক্ষিত রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে৷''

ডোমিনিকের যুক্তি ছিল, কোনো নির্দিষ্ট লিঙ্গের জন্য বিশেষ পার্কিং ব্যবস্থা জার্মানির লিঙ্গ-সমতা আইনের লঙ্ঘন৷ এর ফলে লিঙ্গ-বৈষম্য দেখা দেবে৷ 

আদালতের বিচারকও এ ব্যাপারে একমত হয়েছেন যে, জার্মানিতে কেবল নারীদের জন্য সংরক্ষিত পার্কিং অনুমোদনযোগ্য নয়৷ এমনকি সেখানে নারীর নিরাপত্তার প্রশ্ন থাকলেও তা অনুমোদনযোগ্য নয়৷ বিচারক এ-ও বলেন, জার্মানিতে কেবল নারীদের জন্য পার্কিংয়ের নির্দিষ্ট কোনো ‘সাইন' এখনো নেই৷ কেবল বেসরকারি জায়গায় যেমন: সুপারমার্কেট, ব্যবসা প্রতিষ্ঠানের মতো স্থানগুলোতে নারীদের জন্য সংরক্ষিত পার্কিংয়ের ব্যবস্থা থাকতে পারে৷

বুধবারের শুনানির আগে আইশস্টেট শহরের বিচার বিভাগের প্রধান হানস বিটল বলেছিলেন, ওই এলাকায় নারীদের জন্য সংরক্ষিত পার্কিং প্রয়োজন, কেননা, আশপাশে বেশ কয়েকটি নার্সিংহোম রয়েছে, যেখানে গভীর রাত পর্যন্ত নারীদের কাজ করতে হয়৷ 

নাটালি মুলার/এপিবি