1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় সংঘাত বন্ধে জাতিসংঘের আহ্বান

৬ এপ্রিল ২০১৯

রাজধানী ত্রিপোলিতে সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ দেশের পূর্বাঞ্চলের দখলে থাকা যোদ্ধারা রাজধানীতে এ আক্রমণ শুরু করেছে৷

https://p.dw.com/p/3GOSG
Libyen LNA-Kämpfer greifen Tripoli ein
ছবি: Getty Images/AFP/M. Turkia

খালিফা হাফতারের অধীনে থাকা যোদ্ধারা ত্রিপোলিতে যে আক্রমণ শুরু করেছে, তাতে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল থাকা দেশটি আরো বড় ধরনের বিপর্যয়ে পড়বে বলেও হুঁশিয়ার করেছে এ সংস্থা৷

হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) বৃহষ্পতিবার ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত সরকার ও সশস্ত্র যোদ্ধাদের ওপর এ আক্রমণ শুরু করে৷

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধাবস্থা চলে আসছে৷ ত্রিপোলির নিয়ন্ত্রণে জাতিসংঘ সমর্থিত সরকার থাকলেও পূর্বাঞ্চল রয়েছে বিদ্রোহীদের দখলে৷ নতুন এ আক্রমণ থমকে থাকা গৃহযুদ্ধকে আবার উসকে দিতে পারে বলে আশংকা করা হচ্ছে৷

জাতিসংঘে জার্মান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হয়েসগেন সাংবাদিকদের জানিয়েছেন, সংস্থাটি ‘এলএনএকে সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে'৷ তিনি বলেন, ‘‘এ সমস্যার কোনো সশস্ত্র সমাধান নেই৷ ফলে সব পক্ষকেই উত্তেজনা হ্রাস করার আহ্বান জানানো হয়েছে৷''

তিনি আরো বলেন, ‘‘নিরাপত্তা পরিষদের সদস্যরা ত্রিপোলির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ সম্ভাব্য রাজনৈতিক সমাধানকে এ সহিংসতা বাধাগ্রস্ত করবে বলে মনে করেন তাঁরা৷''

জাতিসংঘের মধ্যস্থতা চেষ্টা

এখন ত্রিপোলির নিয়ন্ত্রণ রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফায়েজ সারাজের ‘গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড' বা জাতীয় ঐক্যের সরকারের হাতে৷ শুক্রবার রাজধানীর দক্ষিণে অবস্থিত একটি সাবেক আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেয়ার দাবি করেছে এলএনএ, তবে এ দাবি নাকচ করে দিয়েছেন ত্রিপোলি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী৷

দেশটির ঐক্য এবং সাধারণ নির্বাচন নিয়ে একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রস্তুতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আছেন লিবিয়া সফরে৷ এর পর থেকেই ত্রিপোলির আশেপাশে আক্রমণ শুরু করেছে এলএনএ৷

ত্রিপোলি সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকে যান গুতেরেস৷ এরপর ‘রক্তপাত বন্ধের' আহ্বান জানিয়ে বেনগাজিতে হাফতারের সঙ্গেও বৈঠক করেন তিনি৷

‘জঙ্গিদের বিরুদ্ধে' হাফতারের ‘লড়াই'

শুক্রবার লিবিয়ায় জাতিসংঘের দূত ঘাসান সালামে নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, গুতেরেসের সঙ্গে বৈঠকে হাফতার ত্রিপোলিতে হামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷

ত্রিপোলি সরকারকে সমর্থন জানানো কিছু সশস্ত্র গোষ্ঠিকে ‘জঙ্গি' বলে আখ্যা দিয়েছেন হাফতার৷ ত্রিপোলিকে এদের হাত থেকে ‘মুক্ত' করার ঘোষণাও দিয়েছেন তিনি৷ তবে সমালোচকরা বলছেন, এই বাহানায় লিবিয়ার পুরো নিয়ন্ত্রণ নেয়াই হাফতারের লক্ষ্য৷

এডিকে/এআই (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান