লিবিয়ায় যুদ্ধবিরতি অনিশ্চিত
১৪ জানুয়ারি ২০২০লিবিয়ার পূর্বাঞ্চলের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করেন হাফতার৷ গত এপ্রিলে ত্রিপোলি দখলের অভিযান শুরু করেন তিনি৷ এতে এখন পর্যন্ত ২৮০-র বেশি সাধারণ মানুষ ও প্রায় দুই হাজার যোদ্ধা নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে৷ এছাড়া ঘরছাড়া হয়েছেন প্রায় এক লাখ ৪৬ হাজার লিবীয় নাগরিক৷
রাশিয়া ও তুরস্কের উদ্যোগে গত সপ্তাহান্ত থেকে লিবিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছিল৷ এরপর সরকারের সঙ্গে আলোচনা করতে সোমবার রাশিয়ার মস্কো যান হাফতার৷ সেখানে দুই পক্ষের মধ্যে প্রায় সাত ঘণ্টা বৈঠক হয়৷ এরপর এতে সই করেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধান ফায়েজ এল-সারাজ৷ কিন্তু হাফতার তাতে সই না করে মস্কো ছেড়ে যান বলে জানিয়েছে এএফপি৷
হাফতারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভস্তি জানিয়েছে, চুক্তিতে সারাজ সরকারের সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলো কবে ভেঙে দেয়া হবে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমার উল্লেখ না থাকায়, হাফতার তাতে সই করেননি৷
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, এবার নির্দিষ্ট ফল পাওয়া না গেলেও ভবিষ্যতে চেষ্টা অব্যাহত থাকবে৷
জেডএইচ/কেএম (এএফপি)